
DC vs RR Live Updates: আইপিএল-এর (IPL 2025) মঞ্চে বুধবার, অন্যতম হাইভোল্টেজ ম্যাচে (IPL 2025 Live ) দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দিল্লী ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস (Delhi Capitals vs Rajasthan Royals)। কার্যত, দুর্দান্ত ক্রিকেটের অপেক্ষায় ভক্তরা।
আর সেই ম্যাচেই টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।
উল্লেখ্য, নিজেদের ঘরের মাঠে গত ম্যাচেই পরাজিত হয়েছে ক্যাপিটালসরা (DC vs RR 2025 Dream 11 prediction)। কিন্তু তাই বলে এই ম্যাচে তাদের একদমই হালকাভাবে নিচ্ছে না রাজস্থান। বিশেষ করে চলতি আইপিএল-এ দিল্লী (DC) বেশ ভালো খেলছে। এদিনের ম্যাচে তাই ওপেনার ম্যাকগার্ক, কেএল রাহুল, অধিনায়ক অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস, মিচেল স্টার্ক এবং কুলদীপ যাদবের দিকে নজর রাখতেই হচ্ছে (DC vs RR 2025 Live score)।
আর ঠিক উল্টোদিকে রাজস্থানও (RR) গত ম্যাচে নিজেদের ঘরের মাঠে হেরে খেলতে নামছে বুধবার। স্বাভাবিকভাবে, দুই দলই জিতে প্রতিযোগিতার লড়াইতে ফিরতে চাইবে। আর তাই একটি হাড্ডাহাড্ডি ম্যাচ হবে বলেই ক্রিকেটপ্রেমীদের আশা। এই ম্যাচে যশস্বী জয়সওয়াল, অধিনায়ক সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, নীতিশ রানা, শিমরন হেটমেয়ার, ধ্রুভ জুরেল, জোফ্রা আর্চার, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মাহিশ থিকশানার দিকে চোখ রাখতেই হচ্ছে (DC vs RR Live Update)।
দুই দলের প্রথম একাদশে কারা রয়েছেন (DC vs RR 2025 First XI)?
দিল্লী ক্যাপিটলসের প্রথম একাদশ: জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, অভিষেক পোড়েল, করুণ নায়ার, কেএল রাহুল (উইকেটকিপার-ব্যাটার), ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), আশুতোষ শর্মা, ভিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা
রাজস্থান রয়্যালসের প্রথম একাদশঃ যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার), নীতিশ রানা, রিয়ান পরাগ, ধ্রুভ জুরেল, শিমরন হেটমেয়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।