
Dhanashree Verma attacks Yuzvendra Chahal: প্রাক্তন স্বামী যুজবেন্দ্র চাহালের বিরুদ্ধে বিয়ের পরেই বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ করলেন কোরিওগ্রাফার ও ডিজিট্যাল ক্রিয়েটর ধনশ্রী ভার্মা। তাঁর দাবি, শুরু থেকেই তাঁদের সম্পর্ক স্বাভাবিক ছিল না। অভিনেত্রী কুবরা সইতের (Kubbra Sait) সঙ্গে রিয়্যালিটি শো 'রাইজ অ্যান্ড ফল'-এ প্রাক্তন স্বামীকে আক্রমণ করেন ধনশ্রী। তাঁকে কুবরা জিজ্ঞাসা করেন, তিনি বিয়ে করে ভুল করেছেন বলে মনে করেন কি না। জবাবে ধনশ্রী বলেন, ‘বিয়ের পর প্রথম বছরেই আমি বুঝতে পারি ভুল করেছি। বিয়ের পর দু’মাস যেতে না যেতেই আমি ওকে ধরে ফেলি। ও বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। আমার পাগলের মতো লাগছিল ভাই।' ২০২০ সালের ডিসেম্বরে বিয়ে করেন ধনশ্রী ও চাহাল। এই দম্পতিকে নিয়ে দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় তাঁদের জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। কিন্তু ধনশ্রী ও চাহালের বিয়ে বেশিদিন টিকল না। তাঁরা আলাদা হয়ে গিয়েছেন। তবে তারপরেও প্রকাশ্যে চাহালকে আক্রমণ করে চলেছেন ধনশ্রী।
করোনাভাইরাস লকডাউনের (Covid-19 lockdown) অনলাইনে নাচ শিখতে গিয়ে ধনশ্রীর সঙ্গে আলাপ হয় চাহালের। ধীরে ধীরে তাঁদের আলাপ ঘনিষ্ঠতায় পরিণত হয়। তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু গত বছর থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁরা যৌথ সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। পরের মাসেই তাঁরা সরকারিভাবে বিচ্ছিন্ন হয়ে যান। ধনশ্রী খোরপোষ হিসেবে মোটা টাকা নিয়েছেন বলে শোনা গিয়েছিল। এ প্রসঙ্গে তিনি দাবি করেছেন, ‘আমরা যৌথ সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন জানানোয় দ্রুত বিচ্ছেদ হয়ে যায়। এই কারণেই লোকজন যে খোরপোষের কথা বলছে তা ঠিক নয়। আমি কিছু বলছি না বলে লোকজন যা খুশি বলে যাবে? আমার বাবা-মা শিখিয়েছেন, যাদের আমি গুরুত্ব দিই, যাদের কথা ভাবি, শুধু তাদের কাছেই কোনও কিছুর ব্যাখ্যা দেওয়া উচিত।’
বিবাহবিচ্ছেদের পর চাহালের নতুন সম্পর্ক নিয়ে দেশজুড়ে জল্পনা তৈরি হয়েছে। এই স্পিনার বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের বাইরে। তাঁর আপাতত জাতীয় দলে ফেরার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ধনশ্রী নাচ, সোশ্যাল মিডিয়া, ছবির শ্যুটিং, টেলিভিশনের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।