Sugar Daddy:  অনেক অনুরাগীর মতো যুজবেন্দ্র চাহালও কি মনে করছেন, ধনশ্রী ভার্মা তাঁকে টাকা রোজগারের যন্ত্র হিসেবে ব্যবহার করেছেন? এই ক্রিকেটারের টি-শার্টের বার্তা তেমনই বলছে।

Yuzvendra Chahal-Dhanashree Verma Divorce: ধনশ্রী ভার্মা (Dhanashree Verma) কি সত্যিই বিখ্যাত হয়ে ওঠা এবং অর্থ রোজগারের জন্য যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) ব্যবহার করেছেন? অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই দাবি করছেন। অনুরাগীদের মতো চাহালও কি সে কথা মনে করেন? তাঁর টি-শার্টের বার্তা সেই ইঙ্গিতই দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চাহালের ছবি। তাঁর টি-শার্টে লেখা, ‘নিজেই নিজের সুগার ড্যাডি হও।’ বিবাহবিচ্ছেদের শর্ত অনুযায়ী, ধনশ্রীকে কয়েক কোটি টাকা দিতে বাধ্য হয়েছেন চাহাল। এই কারণেই হয়তো তিনি প্রাক্তন স্ত্রীকে ব্যঙ্গ করলেন। 'সুগার ড্যাডি' কথার অর্থ বয়স্ক অর্থবান এক ব্যক্তির সঙ্গে অল্পবয়সি সুন্দরী মহিলার সম্পর্ক। এই সম্পর্কে আবেগের কোনও জায়গা নেই। ওই মহিলার কাছ থেকে শারীরিক ও মানসিক সুখ চান সংশ্লিষ্ট পুরুষ। বিনিময়ে তাঁর কাছ থেকে অর্থ-সম্পত্তি পান ওই মহিলা। পশ্চিমী দুনিয়ায় এই ধরনের সম্পর্ক নতুন নয়। তবে বিষয়টিকে ভালো চোখে দেখা হয় না। সেই কারণেই হয়তো 'সুগার ড্যাডি' বলে প্রাক্তন স্ত্রীকে অপমান করতে চাইলেন চাহাল।

চাহাল-ধনশ্রীর বিবাহবিচ্ছেদ

বৃহস্পতিবার মুম্বইয়ের বান্দ্রার এক আদালতে চাহাল ও ধনশ্রীর বিবাহবিচ্ছেদ সম্পূর্ণ হয়েছে। তাঁরা যৌথ সম্মতিতেই আলাদা হয়ে গিয়েছেন। এ বছরের ৫ ফেব্রুয়ারি তাঁরা বিবাহবিচ্ছেদের জন্য আবেদন জানিয়েছিলেন। বৃহস্পতিবার সরকারিভাবে তাঁদের সম্পর্ক শেষ হয়ে গেল। ২০২২ সাল থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিল। বেশ কিছুদিন ধরে তাঁরা আলাদা থাকছিলেন। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্ত করার পর তাঁরা আলাদাভাবে বান্দ্রার আদালতে আবেদন জানান। আদালত তাঁদের বিচ্ছেদের আবেদন মঞ্জুর করেছে। চহালের আইনজীবী নীতীন গুপ্তা জানিয়েছেন, ‘চাহাল ও ভার্মা যৌথ সম্মতিতে বিবাহবিচ্ছেদের জন্য যুগ্মভাবে যে আবেদন জানিয়েছিলেন, তা মঞ্জুর করেছে পারিবারিক আদালত।’

Scroll to load tweet…

কত টাকা পাচ্ছেন ধনশ্রী?

চাহালের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ৪.৭৫ কোটি টাকা পাচ্ছেন ধনশ্রী। আদালতে চাহাল জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই ২.৩৭ কোটি টাকা দিয়েছেন। বাকি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।