Dhruv Jurel: ২২ গজে নয়া রেকর্ড গড়লেন ধ্রুব জুরেল! ইতিহাসে নাম লেখালেন এই ভারতীয়?

Published : Aug 05, 2025, 03:29 PM IST
Dhruv Jurel: ২২ গজে নয়া রেকর্ড গড়লেন ধ্রুব জুরেল! ইতিহাসে নাম লেখালেন এই ভারতীয়?

সংক্ষিপ্ত

Dhruv Jurel: ইতিহাস বলছে, ১০টি টেস্ট ম্যাচ খেলে সবকটিতেই জয়ী হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এলডিন ব্যাপটিস্ট। অর্থাৎ, ১০০% জয়ের রেকর্ড এখনও তাঁর দখলে রয়েছে।

Dhruv Jurel:  ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ঋষভ পন্থের পরিবর্তে উইকেটরক্ষক হিসেবে খেলতে নেমেছিলেন ধ্রুব জুরেল। ম্যাঞ্চেস্টারে অনুষ্ঠিত হওয়া চতুর্থ টেস্টে, পন্থের পায়ে চোট লাগার পরেই, জুরেলকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়। যদিও চতুর্থ টেস্টে পন্থের বদলি হিসেবে জুরেল মাঠে নেমেছিলেন, তবে প্রথম একাদশে খেলা এটাই তাঁর জন্য প্রথম।

ব্যাটিং করতে নেমে, ১৯ এবং ৩৪ রান করে ভালোই খেলছিলেন জুরেল। উইকেটের পিছনেও তাঁর পারফরম্যান্স খারাপ নয়। তবে শেষ ওভারগুলিতে গাস অ্যাটকিনসন এবং চোট পাওয়া ক্রিস ওকস ক্রিজে থাকাকালীন ওকসকে রান আউট করার সুযোগ হাতছাড়া করেন তিনি। পরে অ্যাটকিনসনকে বোল্ড করে সিরাজ ভারতকে ৬ রানের জয় এনে দেন। আর সেই জয়ের মাধ্যমে জুরেল এমন একটি রেকর্ড গড়লেন, যা অন্য কোনও ভারতীয় ক্রিকেটারের নেই।

জুরেল এখনও যতগুলি টেস্ট খেলেছেন, সবকটিতেই জিতেছে ভারত 

ওভালেও যেন ভারতের ভাগ্যবিধাতা হয়ে উঠলেন তিনি। ইতিহাস বলছে, ১০টি টেস্ট ম্যাচ খেলে সবকটিতেই জয়ী হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এলডিন ব্যাপটিস্ট। অর্থাৎ, ১০০% জয়ের রেকর্ড এখনও তাঁর দখলে রয়েছে। গত বছর, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঘরের মাঠে আয়োজিত হওয়া সিরিজেই জুরেলের টেস্ট অভিষেক হয়।

তাঁর সেই অভিষেক টেস্টে ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়েছিল ভারত। দ্বিতীয় টেস্টেও তারা ৫ উইকেটে জেতে। এরপর তৃতীয় টেস্টে ৬৪ রানে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফিতে পার্থে, প্রথম টেস্টে জুরেল প্রথম একাদশে খেলেন। ব্যাটিংয়ে ব্যর্থ হলেও ভারত সেই ম্যাচ জিতেছিল। এরপরের চারটি টেস্টে জুরেলকে সুযোগ দেওয়া হয়নি। 

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম চারটি টেস্টে সুযোগ না পাওয়া জুরেল, পন্থের চোটের কারণে ওভালে প্রথম একাদশে সুযোগ পান। আর সেই ম্যাচ আবার জেতে ভারত। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড