Dinesh Karthik: অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা দীনেশ কার্তিকের

Published : Jun 01, 2024, 11:50 PM ISTUpdated : Jun 02, 2024, 12:24 AM IST
Dinesh Karthik

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এর পরেই যে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সরে যাবেন, সেটা আগেই ঘোষণা করে দিয়েছিলেন। আইপিএল শেষ হওয়ার পর সরকারিভাবে সে কথা জানিয়ে দিলেন দীনেশ কার্তিক।

শনিবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন দীনেশ কার্তিক। এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে অনুরাগীদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। তিনি লিখেছেন, ‘ইট ইজ অফিসিয়াল। থ্যাঙ্কস, ডিকে। আমি গত কয়েকদিনে যে অনুরাগ, সমর্থন ও ভালোবাস পেয়েছি, তাতে অভিভূত হয়ে গিয়েছি। যে অনুরাগীরা এই অনুভূতি তৈরি করেছেন, তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি বেশ কিছুদিন ধরে ভাবনার পর ঠিক করেছি, প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সরে যাব। আমি সরকারিভাবে অবসর ঘোষণা করছি। খেলার দিনগুলিকে পিছনে ফেলে রেখে এগিয়ে যেতে চাই। ভবিষ্যৎ জীবনে আমি নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে চাই।’

সবাইকে ধন্যবাদ জানালেন কার্তিক

সোশ্যাল মিডিয়া পোস্টে কার্তিক আরও লিখেছেন, ‘আমি সব কোচ, অধিনায়ক, নির্বাচক, সতীর্থ, সাপোর্ট স্টাফের সদস্যদের ধন্যবাদ জানাতে চাই। তাঁরা এই দীর্ঘ যাত্রাকে আনন্দদায়ক ও উপভোগ্য করে তুলেছেন। আমাদের দেশে যে কোটি কোটি মানুষ ক্রিকেট খেলেন, তাঁদের মধ্যে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। কারণ, আমি দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছি। আমি আরও সৌভাগ্যবান যে এত অনুরাগী ও বন্ধুদের মধ্যে সুনাম অর্জন করতে পেরেছি। এত বছর ধরে আমার শক্তির স্তম্ভ হয়ে থেকেছেন বাবা-মা। তাঁরা সবসময় আমাকে সাহায্য করেছেন।  তাঁদের আশীর্বাদ ছাড়া আমি আজ যে জায়গায়, সেখানে পৌঁছতে পারতাম না। দীপিকার (পাল্লিকল) কাছেও আমি অনেক ব্যাপারে ঋণী। ও নিজে পেশাদার খেলোয়াড়। তা সত্ত্বেও অনেকবারই আমার এই যাত্রায় পাশে থাকার জন্য ও নিজের কেরিয়ার স্থগিত রেখেছে। আমাদের মহান খেলার সব অনুরাগী ও ক্রীড়াপ্রেমীদেরও ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সাহায্য ও শুভেচ্ছা ছাড়া এই জায়গায় পৌঁছতে পারতাম না।’

 

 

কার্তিককে শুভেচ্ছা বিসিসিআই-এর

কার্তিক সরকারিভাবে অবসর ঘোষণা করার পর সোশ্যাল মিডিয়া পোস্টে এই উইকেটকিপার-ব্যাটারকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Bangladesh: ঋষভ-হার্দিকের দুরন্ত পারফরম্যান্স, বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত

India Vs Pakistan: টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের দাম ছুঁল ৮.৪ লক্ষ টাকা

ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কারা থাকছেন? কীভাবে দেখা যাবে?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম