সংক্ষিপ্ত
বিরাট কোহলিকে ছাড়াই টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখাল ভারতীয় দল। বাংলাদেশ দলের দুর্দশা ফের প্রকট হয়ে গেল।
টি-২০ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৬০ রানে উড়িয়ে দিল ভারতীয় দল। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৮২ রান করে ভারতীয় দল। ভালো ব্যাটিং করলেন ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়া। জবাবে ৯ উইকেটে ১২২ রান করল বাংলাদেশ। ভারতের বোলারদের মধ্যে ভালো পারফরম্যান্স দেখালেন আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে মাহমুদুল্লাহ ও শাকিব আল-হাসান ছাড়া কেউই লড়াই করতে পারেননি। সদ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টি-২০ সিরিজে হেরে গিয়েছে বাংলাদেশ। এবার প্রস্তুতি ম্যাচে ভারতের বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হল। সবমিলিয়ে টি-২০ বিশ্বকাপের আগে বেকায়দায় বাংলাদেশ।
টি-২০ বিশ্বকাপের আগে ছন্দে ভারতীয় দল
দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরে কোনও ম্যাচ খেলেন ঋষভ। এদিন ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৩২ বলে ৫৩ রান করেন তিনি। এই ইনিংসে ছিল ৪টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। ব্যক্তিগত সমস্যা কাটিয়ে ফর্মে ফিরলেন হার্দিকও। ২৩ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। তিনি ২টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। ১৮ বলে ৩১ রান করেন সূর্যকুমার যাদব। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ১৯ বলে ২৩ রান করেন।
ভারতের বোলারদের অসাধারণ পারফরম্যান্স
ভারতের বোলারদের মধ্যে ২ উইকেট করে নেন আর্শদীপ ও শিবম। ১ উইকেট করে নেন বুমরা, সিরাজ, পান্ডিয়া ও অক্ষর। বাংলাদেশের হয়ে সর্বাধিক ৪০ রান করেন মাহমুদুল্লাহ। তাঁর ২৮ বলের ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। শাকিব করেন ২৮ রান। ওপেনার তানজিদ হাসান করেন ১৭ রান। তাওহিদ হৃদয় করেন ১৩ রান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Dinesh Karthik: অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা দীনেশ কার্তিকের
India Vs Pakistan: টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের দাম ছুঁল ৮.৪ লক্ষ টাকা
Gautam Gambhir: 'গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হলে ভালো,' বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়