৯ জুন এবারের টি-২০ বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে। ভারত-পাকিস্তান ম্যাচই টি-২০ বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। মার্কিন যুক্তরাষ্ট্রে হলেও এই ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে।
৯ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে। এই ম্যাচই টি-২০ বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ। এই ম্যাচের টিকিট ঘিরে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে। টিকিট নিয়ে হাহাকার দেখা যাচ্ছে। টিকিটের দাম অত্যন্ত চড়া। কিন্তু তা সত্ত্বেও টিকিটের চাহিদা তুঙ্গে। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে একসঙ্গে ৩৪,০০০ দর্শক বসে খেলা দেখতে পারেন। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যে উন্মাদনা দেখা যাচ্ছে, তাতে গ্যালারিতে মাত্র ৩৪,০০০ আসন অনেক কম। এই কারণেই টিকিটের চাহিদা ও দাম বেড়ে চলেছে। আইসিসি-র সরকারি ওয়েবসাইটে দেখা যাচ্ছে, নিউ ইয়র্কে টি-২০ বিশ্বকাপের ম্যাচগুলির জন্য ডায়মন্ড ক্লাব, ক্যাবানাস, প্রিমিয়াম ক্লাব লাউঞ্জেস, কর্নার ক্লাব, প্যাভিলিয়ন ক্লাব ও বাউন্ডারি ক্লাব প্যাকেজ আছে। ভারত-পাকিস্তান ম্যাচে মাত্র ৩টি প্যাকেজ পাওয়া যাচ্ছে। বাকি প্যাকেজগুলি পূর্ণ হয়ে গিয়েছে।
ডায়মন্ড ক্লাব প্যাকেজের খরচ সবচেয়ে বেশি
যাঁরা ভারত-পাকিস্তান ম্যাচের জন্য ডায়মন্ড ক্লাব প্যাকেজের টিকিট কেটেছেন, তাঁরা বিলাসিতার মধ্যে ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছেন। এই আসনগুলি ঠিক উইকেটের পিছনে। ফলে সবচেয়ে ভালোভাবে খেলা দেখা যাবে। এই প্যাকেজের আওতায় থাকছে খাবার, পানীয়, কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে দেখা করার সুযোগ, ম্যাচ শুরু হওয়ার আগে মাঠে নামার সুযোগ। এই প্যাকেজের জন্য খরচ করতে হচ্ছে ভারতীয় মুদ্রায় ৮,৩৪,৩২৩ টাকা।
প্রিমিয়াম ক্লাব লাউঞ্জেস, কর্নার ক্লাব প্যাকেজেরও চাহিদা রয়েছে
প্রিমিয়াম ক্লাব লাউঞ্জেস প্যাকেজেও খাদ্য, পানীয়র ব্যবস্থা থাকছে। এই প্যাকেজের খরচ ভারতীয় মুদ্রায় ২,০৮,৫২৮.২৫ টাকা। কর্নার ক্লাব প্যাকেজে থাকছে আউটডোর বুফে ও পানশালা। এই প্যাকেজে প্রতিটি টিকিটের দাম ২,২৯,৪১৩.৯৪ টাকা। এত টাকা খরচ করতে পিছপা হচ্ছেন না ক্রিকেটপ্রেমীরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কারা থাকছেন? কীভাবে দেখা যাবে?
Rohit Sharma: নিউ ইয়র্কে বৃষ্টি, গাড়ি ডেকে দেওয়ার কেউ নেই, কী করলেন রোহিতরা? ভাইরাল ভিডিও
ICC Men's T20 World Cup: এবারই হয়তো শেষ, টি-২০ বিশ্বকাপে আর দেখা যাবে না এই তারকাদের