সবুজ মেরুনের পর এবার লাল হলুদ, ইস্টবেঙ্গল দিবসে 'ভারত গৌরব' সম্মান পাচ্ছেন মহারাজ

সবুজ মেরুন তাঁকে দিচ্ছে ‘মোহনবাগান রত্ন’ সম্মান। আর এবার ঝাঁপাল ইস্টবেঙ্গলও (East Bengal Club)। ক্লাবের প্রতিষ্ঠা দিবসে প্রাক্তন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) তারা ‘ভারত গৌরব’ সম্মানে ভূষিত করতে চলেছে।

সবুজ মেরুন তাঁকে দিচ্ছে ‘মোহনবাগান রত্ন’ সম্মান। আর এবার ঝাঁপাল ইস্টবেঙ্গলও (East Bengal Club)। ক্লাবের প্রতিষ্ঠা দিবসে প্রাক্তন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) তারা ‘ভারত গৌরব’ সম্মানে ভূষিত করতে চলেছে।

বৃহস্পতিবার, ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কথা জানানো হয়। সেখানে বলা হয়েছে, ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫ তম প্রতিষ্ঠা দিবসে ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া হবে ঘরের ছেলে এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

Latest Videos

সেইসঙ্গে, একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটের ছবিও দেওয়া হয়েছে। সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে, লাল হলুদ কর্তা দেবব্রত সরকার সৌরভকে মেসেজ করে ইস্টবেঙ্গল দিবসে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। যার উত্তরে মহারাজ লিখছেন, ‘ইয়েস আই উইল বি দেয়ার।’

আগামী ১ অগাস্ট, ইস্টবেঙ্গল দিবসে তাঁর হাতে তুলে দেওয়া হবে ‘ভারত গৌরব’ সম্মান। প্রসঙ্গত, গত ২০২৩ সালে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া দেশের বিশিষ্ট শিল্পপতি রতন টাটাকে (Ratan Tata)। গোটা দেশের শিল্পে অগ্রগতি এবং ফুটবলের জন্য তাঁর অবদানকে মাথায় রেখে এই শিরোপা তাঁর হাতে তুলে দেয় লাল হলুদ।

আর এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘ভারত গৌরব’ সম্মান তুলে দিচ্ছেন তারা। কারণ, ক্রিকেটের পাশাপাশি ফুটবলেও তাঁর যথেষ্ট অবদান রয়েছে। এদিকে ইস্টবেঙ্গল ক্লাবে উদ্বোধন করা হল ‘ডাঃ প্রণব দাশগুপ্ত - শ্রী কল্যাণ মজুমদার কক্ষের।’

বর্ণময় এবং ঐতিহাসিক ক্রিকেট জীবনে একাধিক সম্মানে ভূষিত হয়েছেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’ তথা সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আর এবার তাঁর হাতেই বিশেষ ‘ভারত গৌরব’ সম্মান তুলে দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari