সবুজ মেরুনের পর এবার লাল হলুদ, ইস্টবেঙ্গল দিবসে 'ভারত গৌরব' সম্মান পাচ্ছেন মহারাজ

Published : Jul 19, 2024, 06:54 PM IST
SOURAV GANGULY

সংক্ষিপ্ত

সবুজ মেরুন তাঁকে দিচ্ছে ‘মোহনবাগান রত্ন’ সম্মান। আর এবার ঝাঁপাল ইস্টবেঙ্গলও (East Bengal Club)। ক্লাবের প্রতিষ্ঠা দিবসে প্রাক্তন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) তারা ‘ভারত গৌরব’ সম্মানে ভূষিত করতে চলেছে।

সবুজ মেরুন তাঁকে দিচ্ছে ‘মোহনবাগান রত্ন’ সম্মান। আর এবার ঝাঁপাল ইস্টবেঙ্গলও (East Bengal Club)। ক্লাবের প্রতিষ্ঠা দিবসে প্রাক্তন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) তারা ‘ভারত গৌরব’ সম্মানে ভূষিত করতে চলেছে।

বৃহস্পতিবার, ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কথা জানানো হয়। সেখানে বলা হয়েছে, ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫ তম প্রতিষ্ঠা দিবসে ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া হবে ঘরের ছেলে এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

সেইসঙ্গে, একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটের ছবিও দেওয়া হয়েছে। সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে, লাল হলুদ কর্তা দেবব্রত সরকার সৌরভকে মেসেজ করে ইস্টবেঙ্গল দিবসে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। যার উত্তরে মহারাজ লিখছেন, ‘ইয়েস আই উইল বি দেয়ার।’

আগামী ১ অগাস্ট, ইস্টবেঙ্গল দিবসে তাঁর হাতে তুলে দেওয়া হবে ‘ভারত গৌরব’ সম্মান। প্রসঙ্গত, গত ২০২৩ সালে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া দেশের বিশিষ্ট শিল্পপতি রতন টাটাকে (Ratan Tata)। গোটা দেশের শিল্পে অগ্রগতি এবং ফুটবলের জন্য তাঁর অবদানকে মাথায় রেখে এই শিরোপা তাঁর হাতে তুলে দেয় লাল হলুদ।

আর এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘ভারত গৌরব’ সম্মান তুলে দিচ্ছেন তারা। কারণ, ক্রিকেটের পাশাপাশি ফুটবলেও তাঁর যথেষ্ট অবদান রয়েছে। এদিকে ইস্টবেঙ্গল ক্লাবে উদ্বোধন করা হল ‘ডাঃ প্রণব দাশগুপ্ত - শ্রী কল্যাণ মজুমদার কক্ষের।’

বর্ণময় এবং ঐতিহাসিক ক্রিকেট জীবনে একাধিক সম্মানে ভূষিত হয়েছেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’ তথা সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আর এবার তাঁর হাতেই বিশেষ ‘ভারত গৌরব’ সম্মান তুলে দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত