
Emerging Asia Cup: এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সোমবার, এই ঘোষণা করেছে। প্রসঙ্গত, শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতা। কিন্তু খারাপ আবহাওয়া এবং চিকুনগুনিয়া রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অনেকেই মনে করছেন, ভারত-পাক সম্পর্কের অবনতির জেরেই এই প্রতিযোগিতা পিছিয়ে দেওয়া হয়েছে।
তাদের কথায়, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অনুরোধেই এই প্রতিযোগিতাকে পিছিয়ে দেওয়া হয়েছে। একটি চিঠিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা জানিয়েছেন, খারাপ আবহাওয়া তো অবশ্যই একটি কারণ। সেইসঙ্গে, যেখানে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার কথা, সেই পুরো এলাকায় চিকুনগুনিয়া রোগ ছড়িয়ে পড়ার জেরে এই প্রতিযোগিতা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
তবে পহেলগাঁও কাণ্ড এবং তারপর ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বেশ কিছু কড়া পদক্ষেপ নেওয়া হয় ভারতের তরফ থেকে। শোনা যাচ্ছিল, পাকিস্তান খেলছে বলেই এই প্রতিযোগিতা থেকে নাম তুলে নেবে ভারত। এবার ACC-র এই সিদ্ধান্তের পর অনেকেই মনে করছেন, সেই আশঙ্কা থেকেই প্রতিযোগিতা আপাতত পিছিয়ে দিয়েছেন আয়োজকেরা। তবে আবার অনেকের ধারণা, ভারতের চাপেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও এসিসি সভাপতি মহসিন নকভি অবশ্য জানিয়েছেন, “মূলত এশিয়ার মহিলা ক্রিকেটারদের উন্নতির জন্য এই প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। তাই মহিলা ক্রিকেটাররা যাতে নিরাপদ এবং প্রতিযোগিতামূলক পরিবেশে বেড়ে উঠতে পারে, তা দেখা আমাদের দায়িত্ব। নতুন সূচি খুব শীঘ্রই জানানো হবে।"
সেই বছর ফাইনালে, ভারত-এ দল বাংলাদেশ-এ দলকে ৩১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ভারতের হয়ে সেই ম্যাচে অনবদ্য খেলেছিলেন শ্রেয়াঙ্কা পাটিল। তিনি সেই ফাইনালে চারটি উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন। গোটা প্রতিযোগিতায় ভারত একটি ম্যাচেও হারেনি। সেইসঙ্গে, গ্রুপ লিগে ভারত হংকংকে হারালেও নেপাল এবং পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়।
উল্লেখ্য, গতবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি, নেপাল, হংকং এবং মালয়েশিয়া।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।