আর্থিকভাবে পিছিয়ে থাকা জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের পাশে থাকার সিদ্ধান্ত, ঐতিহাসিক পদক্ষেপ ইংল্যান্ডের

Published : Jul 27, 2024, 05:31 PM ISTUpdated : Jul 27, 2024, 06:09 PM IST
USA vs ENG, T20 World Cup 2024

সংক্ষিপ্ত

টি-২০ ফর্ম্যাটের সুবাদে এখন অনেক দেশই ক্রিকেট খেলছে। কিন্তু সফল ও ধনী ক্রিকেট বোর্ড এখনও খুব বেশি নেই। বিসিসিআই, ইসিবি, ক্রিকেট অস্ট্রেলিয়া ছাড়া বাকি ক্রিকেট বোর্ডগুলি আর্থিকভাবে খুব একটা শক্তিশালী নয়।

আধুনিক যুগে প্রথম ক্রিকেট বোর্ড হিসেবে অন্য দেশের ক্রিকেট বোর্ডকে ট্যুরিং ফি দিতে চলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড। আগামী বছর টেস্ট ম্যাচ খেলতে ইংল্যান্ড সফরে যেতে চলেছে জিম্বাবোয়ে দল। এই সফরের খরচ দিতে চলেছে ইসিবি। এ বিষয়ে ইসিবি প্রধান রিচার্ড গোল্ড জানিয়েছেন, টেস্ট ক্রিকেটে যাতে প্রতিযোগিতা বজায় থাকে, সেটা নিশ্চিত করার জন্য ইবিসি ও অন্যান্য আর্থিকভাবে শক্তিশালী ক্রিকেট বোর্ডগুলির দায়িত্ব আছে। ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের বড় দায়িত্ব আছে। এই পদক্ষেপের মাধ্যমে ক্রিকেট দুনিয়ায় দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে ইসিবি। ভবিষ্যতে অন্য দেশগুলির ক্রিকেট বোর্ডও একই পথে হাঁটতে পারে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে সবরকমভাবে সাহায্য করে বিসিসিআই। অন্য দেশগুলির ক্রিকেট বোর্ডের পাশেও দাঁড়াতে পারেন জয় শাহরা।

দৃষ্টান্ত স্থাপন ইসিবি-র

টি-২০ ফর্ম্যাটের দাপটে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা আগের মতো নেই। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হলেও, টি-২০ ফর্ম্যাটের চেয়ে জনপ্রিয়তায় পিছিয়ে টেস্ট ক্রিকেট। তাছাড়া আর্থিকভাবে পিছিয়ে থাকা ক্রিকেট বোর্ডগুলির পক্ষে টেস্ট ক্রিকেটের বিপুল খরচ জোগাড় করাও কঠিন। এই কারণেই জিম্বাবোয়ের পাশে দাঁড়াল ইসিবি। এ বিষয়ে গোল্ড জানিয়েছেন, ‘সাধারণত কোনও দেশের ক্রিকেট দল যখন অন্য দেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যায়, তখন থাকার জায়গা এবং অন্যান্য খরচ পায়। কিন্তু ট্যুরিং ফি দেওয়া হয় না। আগামী বছর আমরা যখন জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলব, তখন ওদের দলকে ট্যুরিং ফি দেওয়া হবে।’

২২ বছর পর ইংল্যান্ড সফরে জিম্বাবোয়ে

২০০৩ সালে শেষবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গিয়েছিল জিম্বাবোয়ে। ২২ বছর পর ২০২৫ সালে ইংল্যান্ড সফরে যাচ্ছে জিম্বাবোয়ে। ২০২৫ সালের মে মাসে ইংল্যান্ড-জিম্বাবোয়ের একটিমাত্র টেস্ট ম্যাচ হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচের আগে নেটে লেগস্পিনার হার্দিক পান্ডিয়া, দেখুন ভিডিও

'আমাদের বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পদে স্বাগত,' গম্ভীরকে বিশেষ বার্তা দ্রাবিড়ের

ফুৎকারে উড়ে গেল বাংলাদেশ, ১০ উইকেটে জিতে মহিলাদের এশিয়া কাপ ফাইনালে ভারত

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?