সংক্ষিপ্ত

ভারতীয় দলের ক্রিকেটার ও প্রধান কোচ হিসেবে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন রাহুল দ্রাবিড়। টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে গিয়েছেন।

ভারতীয় দলের নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরকে বিশেষ বার্তা দিলেন বিদায়ী প্রধান কোচ রাহুল দ্রাবিড়। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচের মাধ্যমে ভারতের নতুন প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু করছেন গম্ভীর। তার আগে বিসিসিআই-এর পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে গম্ভীরের উদ্দেশ্যে দ্রাবিড় বলেছেন, ‘হ্যালো গৌতম। আমাদের দুনিয়ায় সবচেয়ে আকর্ষণীয় পদ ভারতীয় দলের কোচ হিসেবে তোমাকে স্বাগত জানাই। ভারতীয় দলের কোচ হিসেবে আমার মেয়াদ শেষ হয়েছে কয়েক সপ্তাহ হল। যেভাবে আমার মেয়াদ শেষ হয়েছে, তা স্বপ্নেও ভাবতে পারিনি। বার্বাডোজে ও কয়েকদিন পরে মুম্বইয়ে অবিস্মরণীয় সন্ধ্যা ছিল। সবচেয়ে বড় ব্যাপার হল, আমি যে স্মৃতি সঞ্চয় করেছি এবং যে বন্ধুত্ব পেয়েছি, তা সম্পদ হয়ে থাকবে।’

গম্ভীরকে শুভেচ্ছাবার্তা দ্রাবিড়ের

গম্ভীরের উদ্দেশ্যে দ্রাবিড় আরও বলেছেন, ‘তুমি ভারতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেছো। আমিও চাইছিলাম তুমি এই দায়িত্ব পালন করো। আশা করি তুমি দলে সবসময় ফিট খেলোয়াড়দের পাবে। এর জন্য তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তুমি ভাগ্যের সহায়তা পাবে। আমরা কোচরা যতটা বুদ্ধিমান ও তৎপর, তার চেয়ে বেশি দেখাতে হয়। আশা করি তুমি তা জানো।’

 

 

প্রাক্তন সতীর্থর প্রশংসায় দ্রাবিড়

ভারতীয় দলের হয়ে একসঙ্গে খেলেছেন দ্রাবিড়গম্ভীর। সে কথা উল্লেখ করে দ্রাবিড় বলেছেন, ‘সতীর্থ হিসেবে দেখেছি তুমি সবসময় মাঠে সর্বস্ব দাও। তুমি কখনও লড়াই থেকে সরে যেতে চাও না। তোমার জয়ের ইচ্ছা, তরুণ খেলোয়াড়দের সাহায্য করা, মাঠে দলের কাছ থেকে সেরা খেলা আদায় করে নেওয়া আমি দেখেছি। তুমি কেমন নিষ্ঠাবান ও আবেগপ্রবণ আমি জানি। আমি নিশ্চিত, তুমি নতুন কাজে এই গুণগুলি ব্যবহার করবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কর্ণাটক প্রিমিয়ার লিগে মাইসুরু ওয়ারিয়র্সের হয়ে খেলবেন, পেশাদার ক্রিকেটার হচ্ছেন রাহুল দ্রাবিড়ের ছেলে

ফুৎকারে উড়ে গেল বাংলাদেশ, ১০ উইকেটে জিতে মহিলাদের এশিয়া কাপ ফাইনালে ভারত

Mohammed Shami: আত্মহত্যার চেষ্টা করেছিলেন শামি, বিস্ফোরক তথ্য ফাঁস ঘনিষ্ঠ বন্ধুর