শ্রীলঙ্কা সফরে টি-২০ সিরিজে ভারতীয় দলের অন্যতম আকর্ষণ হার্দিক পান্ডিয়া। অধিনায়ক বা সহ-অধিনায়ক নন, সাধারণ ক্রিকেটার হিসেবে দলে আছেন হার্দিক। তাঁর পারফরম্যান্সের দিকে সবারই নজর থাকছে।
ভারতীয় দলের পেসার-অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে কি এবার লেগস্পিন বোলিং করতে দেখা যাবে? একসময় সচিন তেন্ডুলকর মিডিয়াম পেস বোলিংয়ের পাশাপাশি স্পিন বোলিং করতেন। এবার কি হার্দিককেও এই ভূমিকায় দেখা যাবে? ভারতীয় দলের অনুশীলনে সেই ইঙ্গিতই পাওয়া গেল। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তার আগে নেটে অনুশীলনের সময় হার্দিককে লেগস্পিন বোলিং করতে দেখা গেল। লখনউ সুপার জায়ান্টসের সোশ্যাল মিডিয়া পোস্টে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে ও হার্দিকের ছবি শেয়ার করা হয়েছে। দুই ক্রিকেটারকেই লেগস্পিন বোলিং করতে দেখা যাচ্ছে। বিসিসিআই-এর সোশ্যাল মিডিয়া পোস্টে ভারতীয় দলের অনুশীলনের ভিডিও শেয়ার করা হয়েছে।
শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের ভরসা হার্দিক
টি-২০ বিশ্বকাপে ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান হার্দিক। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ওভারে বোলিং করেন এই অলরাউন্ডার। তিনি ভারতীয় দলকে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন। শ্রীলঙ্কা সফরেও টি-২০ সিরিজে বিস্ফোরক ব্যাটিং ও নিয়ন্ত্রিত পেস বোলিং করতে তৈরি হার্দিক। তবে ভারতীয় দলের নতুন প্রধান কোচ গৌতম গম্ভীর হয়তো হার্দিকের কাছ থেকে লেগস্পিন বোলিংও চাইছেন। তবে নেটে লেগস্পিন বোলিং করলেও, ম্যাচে হার্দিক পেস বোলিং করবেন না লেগস্পিন, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
শ্রীলঙ্কা সফরে ভারতের নতুন অধিনায়ক-কোচ
শ্রীলঙ্কা সফরে টি-২০ সিরিজে ভারতীয় দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। টি-২০ বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে দলে ছিলেন হার্দিক। কিন্তু এবার তাঁকে সাধারণ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়েছে। নতুন প্রধান কোচ গম্ভীরের আমলে শনিবারই প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। এই সফরে ৩টি করে টি-২০, ওডিআই ম্যাচ খেলবে ভারত। টি-২০ সিরিজের ম্যাচগুলি হবে পাল্লেকেলেতে। ওডিআই সিরিজের ম্যাচগুলি হবে কলম্বোয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'আমাদের বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পদে স্বাগত,' গম্ভীরকে বিশেষ বার্তা দ্রাবিড়ের
ফুৎকারে উড়ে গেল বাংলাদেশ, ১০ উইকেটে জিতে মহিলাদের এশিয়া কাপ ফাইনালে ভারত