চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই অধিনায়কের দায়িত্ব থেকে ইস্তফা ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের

Published : Feb 28, 2025, 08:15 PM IST
Jos Buttler (Photo: X/@englandcricket)

সংক্ষিপ্ত

ইংল্যান্ড ক্রিকেটের জন্য নিঃসন্দেহে বড় খবর। 

একদিনের ক্রিকেটে তিনিই ছিলেন ক্যাপ্টেন। ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কত্ব ছাড়লেন জস বাটলার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে ইংল্যান্ডের বিদায়ের পরেই ইস্তফার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। আর এই সিদ্ধান্তের কথা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে (ECB) জানিয়েও দিয়েছেন বাটলার।

তবে শনিবার, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনিই দলকে নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। শেষ ২১টি একদিনের ম্যাচের ১৫টিতেই পরাজিত হয়েছে ইংল্যান্ড। তার মধ্যে আবার রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাটিও।

এদিকে আফগানিস্তানের কাছে হেরে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে গেছে ইংল্যান্ড। তার আগে ভারতের কাছে ৩-০ ব্যবধানে একদিনের সিরিজ়ে পরাজয় এবং ৪-১ ব্যবধানে টি-২০ ক্রিকেট সিরিজ়ে হার ইংল্যান্ডের।

অন্যদিকে, ইস্তফার এই সিদ্ধান্ত জানিয়ে বাটলার জানিয়েছেন, “সরে দাঁড়ানোর জন্য এটাই আমার এবং দলের জন্য সেরা সময় বলে মনে হয়।” উল্লেখ্য, ইয়ন মর্গ্যান অবসর নেওয়ার পর, ২০২২ সালের জুন মাস থেকে সাদা বলের ক্রিকেটের জন্য বাটলারকে অধিনায়ক করে ইসিবি। সেই বছর আবার তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। বাটলারের নেতৃত্বে এখনও পর্যন্ত ইংল্যান্ড ৪৪টি এক দিনের ম্যাচ খেলে ১৮টিতে জয় পেয়েছে এবং ২৫টিতেই হেরে গেছে।

তার মধ্যে অবশ্য একটি ম্যাচের কোনও নিস্পত্তি হয়নি। পাশাপাশি ৫১টি টি-টোয়েন্টি ম্যাচে আবার ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন বাটলার। তার মধ্যে ইংল্যান্ড জিতেছে ২৬টি ম্যাচে এবং হেরেছে ২২টি ম্যাচে। তাছাড়া ৩টি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে