রবিবার ৩০০-তম ওডিআই ম্যাচে খেলতে নামছেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে ভালো ব্যাটিং করে ভারতীয় দলকে জেতানোই তাঁর লক্ষ্য।
রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগে ভারতীয় দলের ব্যাটিং বিভাগের অন্যতম ভরসা বিরাট কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সুবাদে বিরাটকে কাছ থেকে দেখেছেন ব্রেসওয়েল। সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। রবিবার ৩০০-তম ওডিআই ম্যাচ খেলতে নামছেন বিরাট। সারা বিশ্বের খুব বেশি ক্রিকেটার ৩০০ ওডিআই ম্যাচ খেলার সুযোগ পাননি। অষ্টম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়তে চলেছেন বিরাট। এই নজির গড়ার ম্যাচের আগে তাঁকে অভিনন্দন জানিয়ে এবং প্রশংসা করে ব্রেসওয়েল বলেছেন, 'হ্যাঁ, আমি মনে করি এটি অবশ্যই একটি বিশাল, বিশাল অর্জন। একটি কেরিয়ার জুড়ে ৩০০ ম্যাচ খুবই চিত্তাকর্ষক এবং শুধুমাত্র একটি ফর্ম্যাটে এটি করা আশ্চর্যজনক। আমি মনে করি এটি তাঁর কেরিয়ারের পথেরই প্রমাণ। আমি আরসিবি-তে প্রত্যক্ষ করেছি কীভাবে তিনি প্রতিটি ম্যাচের জন্য প্রস্তুতি নেন। এটি খুবই চিত্তাকর্ষক।'
আকর্ষণীয় লড়াইয়ের জন্য তৈরি ব্রেসওয়েল
ভারত ও নিউজিল্যান্ড চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ এ থেকে সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে। রবিবার যে দল জয় পাবে তারা গ্রুপের শীর্ষে থাকবে। এই ম্যাচ অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। এই ম্যাচের আগে ব্রেসওয়েল বলেছেন, 'বিরাট কোহলি ভারতীয় ব্যাটিং লাইনআপের অন্যতম দক্ষ খেলোয়াড়। ভারতীয় দলের সবাই অনেক আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছে। তাই, যেমনটি আমি বলেছি, ওরা একটি চ্যালেঞ্জিং দল হতে চলেছে। তবে আমরা এই চ্যালেঞ্জ নিয়ে সত্যিই উচ্ছ্বসিত।' ব্রেসওয়েল আরও বলেছেন, ‘হ্যাঁ, ওদের দলে স্পষ্টতই অনেক দুর্দান্ত খেলোয়াড় আছে। বিরাট কোহলি তাঁদের মধ্যে একজন। তিনি ওডিআই ক্রিকেটে অনেক শতরান করেছেন। তাই তিনি অবশ্যই এমন একজন খেলোয়াড় যিনি বহু বছর ধরে এটি করে আসছেন। আমরা ভারতের বিপক্ষে খেলতে এবং যে চ্যালেঞ্জ সেটি প্রদান করে তাতে উচ্ছ্বসিত। ভারতীয় দলে অনেক দক্ষ খেলোয়াড় আছে। আমাদের দলেও দক্ষ খেলোয়াড় আছে। আশা করি, এটি একটি দুর্দান্ত ম্যাচ হবে।’
ফের বড় ইনিংসের লক্ষ্যে বিরাট
চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বড় রান করতে পারেননি বিরাট। তবে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছেন এই তারকা। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও বড় ইনিংস খেলার লক্ষ্যে বিরাট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবেন? ছুটির দিনে সাপোর্ট স্টাফদের নিয়ে অনুশীলনে শুবমান
রবিবার সামনে নিউজিল্যান্ড, সচিন তেন্ডুলকরের একাধিক রেকর্ড ভাঙার মুখে বিরাট কোহলি
পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির শতরান, সাত পাকে ঘোরা ভুলে স্ক্রিনে চোখ বর-কনের