ইংল্যান্ড সফরে কারা সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখালেন? কী রেকর্ড গড়ল ভারতীয় দল?

Published : Aug 05, 2025, 04:56 PM ISTUpdated : Aug 05, 2025, 05:03 PM IST

India tour of England, 2025: এবারের ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ ২-২ ড্র করেছে ভারতীয় দল। কেনিংটন ওভালে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে ৬ রানে জয় পেয়েছে ভারতীয় দল। এই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন পেসার মহম্মদ সিরাজ।

PREV
16
এবারের ইংল্যান্ড সফরে অল্পের জন্য সুনীল গাভাসকরের রেকর্ড ভাঙতে পারলেন না শুবমান গিল

ইংল্যান্ড সফরে ৭৫৪ রান শুবমান গিলের

১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৭৭৪ রান করেছিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। সেটাই এখনও পর্যন্ত কোনও টেস্ট সিরিজে একজন ভারতীয় ব্যাটারের সর্বাধিক স্কোর। এবারের ইংল্যান্ড সফরে ৭৫৪ রান করেছেন ভারতের টেস্ট দলের বর্তমান অধিনায়ক শুবমান গিল। তিনি কোনও সিরিজে সর্বাধিক রান করা ভারতীয় ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে। সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শুবমান।

DID YOU KNOW ?
ইংল্যান্ড সফরে জোড়া শতরান রাহুলের
এবারের ইংল্যান্ড সফরে ভারতীয় দলের ওপেনার হিসেবে জোড়া শতরান করেছেন কে এল রাহুল। এর আগে ভারতীয় দলের কোনও ওপেনার ইংল্যান্ড সফরে জোড়া শতরান করতে পারেননি।
26
ওভাল টেস্টে ২ ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন মহম্মদ সিরাজ

ওভাল টেস্টের সেরা খেলোয়াড় মহম্মদ সিরাজ

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে মোট ২৩ উইকেট নিয়েছেন ভারতীয় দলের পেসার মহম্মদ সিরাজ। জসপ্রীত বুমরার সঙ্গে যুগ্মভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন সিরাজ। ২০২১-২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ২৩ উইকেট নেন বুমরা।

2
ইংল্যান্ডের বিরুদ্ধে লিডস টেস্টে নতুন রেকর্ড ঋষভ পন্থের
অ্যান্ডি ফ্লাওয়ারের পর দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে টেস্ট ম্যাচের দুই ইনিংসেই শতরানের নজির গড়লেন ঋষভ পন্থ
36
কেনিংটন ওভালেই কোনও টেস্ট ম্যাচে সবচেয়ে কম রানে জয়ের নজির গড়ল ভারতীয় দল

সবচেয়ে কম রানে টেস্ট ম্যাচ জয় ভারতীয় দলের

কেনিংটন ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে ৬ রানে জয় পেয়েছে ভারতীয় দল। এর আগে কোনও টেস্ট ম্যাচে এত কম রানে জয় পায়নি ভারতীয় দল। শুবমান গিলের নেতৃত্বে এবং মহম্মদ সিরাজ-প্রসিদ্ধ কৃষ্ণর দাপটে এই নজির গড়ল ভারতীয় দল। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই কামাল করলেন শুবমান।

46
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স শুবমান, রাহুল, জাডেজা, ঋষভের

ভারতের ব্যাটারদের নতুন নজির

ইংল্যান্ডের বিরুদ্ধে এবারের টেস্ট সিরিজে প্রথমবার ভারতের চারজন ব্যাটার ৪০০ বা তার বেশি রান করার নজির গড়লেন। অধিনায়ক শুবমান গিল ৭৫৪ রান করেছেন। কে এল রাহুল ৫৩২ রান করেছেন। রবীন্দ্র জাডেজা ৫১৬ রান করেছেন। ঋষভ পন্থ ৪৭৯ রান করেছেন। বোলারদের পাশাপাশি ব্যাটারদের এই পারফরম্যান্সের সুবাদেই জয় পেল ভারতীয় দল।

56
এবারের ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে বিনু মাঁকড়ের নজির স্পর্শ রবীন্দ্র জাডেজার

রবীন্দ্র জাডেজার নতুন নজির

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৭২ রান করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬১ রান করেন রবীন্দ্র জাডেজা। তিনি লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করে বিনু মাঁকড়ের নজির স্পর্শ করেছেন। এই সিরিজে ভারতের ব্যাটাররা মোট ১২ শতরান করেছেন। এর আগে কোনও টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটাররা এত বেশি শতরান করতে পারেননি।

66
বিদেশের মাটিতে কোনও টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি রানে জয়ের নজির ভারতীয় দলের

এজবাস্টনে নতুন নজির ভারতীয় দলের

বার্মিংহ্যামের এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ৩৩৬ রানে জয় পায় ভারতীয় দল। এর আগে বিদেশের মাটিতে কোনও টেস্ট ম্যাচে এত রানে জয় পায়নি ভারতীয় দল। লিডসের হেডিংলিতে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলের মোট পাঁচজন ব্যাটার শতরান করেন। কে এল রাহুল, যশস্বী জয়সোয়াল, শুবমান গিল শতরান করেন। দুই ইনিংসেই শতরান করেন ঋষভ পন্থ। এর আগে কোনও টেস্ট ম্যাচে ভারতীয় দলের পাঁচ শতরান দেখা যায়নি।

Read more Photos on
click me!

Recommended Stories