ODI World Cup 2023: 'ভারত ছোট দল পাকিস্তানকে হারানো অঘটন', বলছে PSL-এর এই ফ্র্যাঞ্চাইজি! মন্তব্য নিয়ে ট্রোলের বন্যা সোশালে

আফগানদের এই জয়ের সঙ্গে সঙ্গে অন্য সুর শোনা গেল পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজির গলায়। আফগানিস্তানের জয়ের সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়কে জুড়ে 'অঘটন' বলে উল্লেখ করেছে ইসলামাবাদ ইউনাইটেড।

বিশ্বকাপের মাঠে ইতিহাস গড়েছে আফগানরা। দূরন্ত পারফর্ম্যান্সে বিশ্ব ক্রিকেটের পরাশক্তি ইংল্যান্ডের থেকে জয় ছিনিয়ে নিয়েছে 'তরুণ' দল আফগানিস্তান। আফগানদের এই জয়ের সঙ্গে সঙ্গে অন্য সুর শোনা গেল পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজির গলায়। আফগানিস্তানের জয়ের সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়কে জুড়ে 'অঘটন' বলে উল্লেখ করেছে পিএসএল-এ অংশগ্রহণকারী ইসলামাবাদ ইউনাইটেড। পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজির এই মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে ক্রিকেট বিশ্বে। প্রশ্ন উঠেছে আফগানিস্তান যেখানে সদ্য বিশ্বমঞে আত্মপ্রকাশ করছে সেখানে ভারত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দল। দু-বার ওয়ানডে বিশ্বকাপ টি২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল। ফলত এই রকম একটা দলের পক্ষে পাকিস্তানকে হারানো মোটেই 'অঘটন' হয় না। যদিও এইসব যুক্তির ধার না ধেরে নিজেদের মন্তব্যেই অনড় থাকল ইসলামাবাদ ইউনাইটেড। বিবার আফগানিস্তানের জয়ের পরই নিজেদের এক্স হ্যান্ডেলে তারা লিখেছে,'দু-দিনে দুটো অঘটন ঘটল। ওয়ার্ল্ড কাপ এবার যথেষ্ট সারপ্রাইজ নিয়ে হাজির হচ্ছে।'

 

Latest Videos

 

রবিবার ওডিআই বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হেরে গিয়েছে ইংল্যান্ড। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের কাছে ৬৯ রানে হেরে গিয়েছে গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই হারের ফলে একটি লজ্জাজনক রেকর্ড গড়ল ইংল্যান্ড। ওডিআই বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে ১১টি টেস্টখেলিয়ে দলের কাছেই হেরে গেল ইংল্যান্ড। ১৯৭৫ সাল থেকে ২০২৩, ওডিআই বিশ্বকাপের ৪৮ বছরে এসে এই রেকর্ড গড়ল ইংল্যান্ড। ১৯৭৫ সালের ওডিআই বিশ্বকাপে প্রথমবার অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ইংল্যান্ড। ১৯৭৯ সালের বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় ইংল্যান্ড। ১৯৮৩ সালের বিশ্বকাপে ভারতের কাছে হেরে যায় ইংল্যান্ড। এই বিশ্বকাপেই প্রথমবার নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ইংল্যান্ড। ১৯৮৭ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে দেয় পাকিস্তান। ১৯৯২ সালের ওডিআই বিশ্বকাপে প্রথমবার জিম্বাবোয়ের কাছে হেরে যায় ইংল্যান্ড। ১৯৯৬ সালের ওডিআই বিশ্বকাপে প্রথমবার শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় ইংল্যান্ড। ২০১১ সালের বিশ্বকাপে প্রথমবার ইংল্যান্ডকে হারিয়ে দেয় বাংলাদেশ। এই বিশ্বকাপেই আয়ারল্যান্ডের কাছেও হেরে যায় ইংল্যান্ড। এবার আফগানিস্তানের কাছেও হেরে গের ইংল্যান্ড।

Share this article
click me!

Latest Videos

TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল