এবারের ওডিআই বিশ্বকাপে প্রথম ২ ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি অস্ট্রেলিয়া। তবে সোমবার তৃতীয় ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়ে জয় পেল ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সোমবার চলতি ওডিআই বিশ্বকাপে প্রথম জয় পেল অস্ট্রেলিয়া। এদিন লখনউয়ে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। প্রথম ২ ম্যাচে হারের পর এবার প্রথম জয় পেয়ে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করার লড়াইয়ে টিকে থাকল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৩ ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার পয়েন্ট ২। অন্যদিকে, ৩ ম্যাচ খেলে প্রতিটি ম্যাচেই হেরে গেল শ্রীলঙ্কা। ফলে চলতি ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে বাকি ৬টি ম্যাচেই জয় পেতে হবে ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নদের। বিশ্বকাপের বাকি ম্যাচগুলি অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। সব দলই তৈরি করতে তৈরি।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। কিন্তু তাঁর দল ভালো পারফরম্যান্স দেখাতে পারল না। দুই অঙ্কের রান করতে সক্ষম হন মাত্র তিনজন ব্যাটার। ইনিংসের শুরুটা দুর্দান্তভাবে করেন পথুম নিশাঙ্ক ও কুশল পেরেরা। নিশাঙ্ক করেন ৬১ রান। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি। পেরেরা করেন ৭৮ রান। তাঁর ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি। ওপেনিং জুটিতে যোগ হয় ১২৫ রান। কিন্তু এরপরেই শ্রীলঙ্কার ইনিংসে ধস নামে। অধিনায়ক কুশল করেন ৯ রান। সাদিরা সমরবিক্রমা করেন ৮ রান। চরিত আসালাঙ্কা করেন ২৫ রান। বাকিরা কেউই বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ধনঞ্জয় ডি সিলভা করেন ৭ রান। দুনিথ ওয়েল্লালাগে করেন ২ রান। চামিকা করুণারত্নেও করেন ২ রান। ০ রানেই আউট হয়ে যান মাহিশ থিকসানা। লাহিড়ু কুমার করেন ৪ রান। ০ রানে অপরাজিত থাকেন দিলশান মদুশনাকা। ৪৩.৩ ওভারে ২০৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
অস্ট্রেলিয়ার হয়ে ৪৭ রান দিয়ে ৪ উইকেট নেন অ্যাডাম জাম্পা। ৩২ রান দিয়ে ২ উইকেট নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন মিচেল স্টার্ক। ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল।
রান তাড়া করতে নেমে ৩৫.২ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ওপেনার মিচেল মার্শ করেন ৫২ রান। অপর ওপেনার ডেভিড ওয়ার্নার করেন ১১ রান। ০ রানে অলআউট হয়ে যান স্টিভ স্মিথ। মার্নাস লাবুশেন করেন ৪০ রান। ৫৮ রান করেন জস ইনগ্লিস। ৩১ রান করে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। ২০ রান করে অপরাজিত থাকেন মার্কাস স্টোইনিস।
শ্রীলঙ্কার হয়ে ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন মদুশনাকা। ৫৩ রান দিয়ে ১ উইকেট নেন ওয়েল্লালাগে।
আরও পড়ুন-
Pakistan Cricket Team: পাকিস্তান দলে সুযোগ পাওয়ার জন্য দিতে হয় না ফিটনেস টেস্ট!
India Vs Pakistan: 'পাকিস্তানকে বাচ্চাদের মতো মেরেছে ভারত,' ক্ষুব্ধ শোয়েব আখতার