
Jasprit Bumrah fitness: অনুশীলন যদি ইঙ্গিতবাহী হয়, তাহলে বুধবার শুরু হওয়া এজবাস্টন (Edgbaston) টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) বাদ দিয়েই খেলতে নামছে ভারতীয় দল। এই ম্যাচে ভারতীয় দলে একাধিক বদল হতে পারে। তবে বুমরা যদি সত্যিই না খেলেন, তাহলে ভারতীয় দলের বোলিং লাইনআপ কী হবে, সে বিষয়ে এখন ক্রিকেট মহলে আলোচনা চলছে। বুমরার পরিবর্তে আর্শদীপ সিং (Arshdeep Singh) খেলতে পারেন বলে শোনা যাচ্ছে। হেডিংলিতে (Headingley) সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলের হয়ে সবচেয়ে ভালো বোলিং করেন বুমরা। তিনি প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন। এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৪৩.৪ ওভার বোলিং করেন বুমরা। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের (Workload Management) কথা ভেবেই লর্ডস (Lord's) টেস্টের আগে বিশ্রাম দেওয়া হতে পারে।
বিসিসিআই (BCCI) ও ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গিয়েছে, ইংল্যান্ড সফরের আগেই ঠিক হয়েছিল, বুমরাকে ৩ ম্যাচের বেশি খেলানো হবে না। তবে এর চেয়ে বেশি ম্যাচেও খেলতে পারেন এই পেসার। সবকিছুই নির্ভর করছে বুমরার ফিটনেসের উপর। তিনি যদি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকেন, তাহলেই এজবাস্টন টেস্টে খেলার সুযোগ দেওয়া হতে পারে। বুমরা নিজে খেলতে চাইছেন কি না এবং টিম ম্যানেজমেন্ট তাঁকে খেলাতে চাইছে কি না, তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate) জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বুমরার খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হেডিংলি টেস্টে বুমরা ছাড়া ভারতের অন্য কোনও বোলারই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ফলে এজবাস্টনে এই পেসার না খেললে ভারতীয় দলের বোলিং লাইনআপের শক্তি অনেক কমে যাবে। এই পরিস্থিতিতে বুধবার ভারতীয় দলে কারা থাকবেন, সে বিষয়ে সংশয় রয়েই গিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।