Edgbaston Weather: এজবাস্টনে প্রথমবার ভারতের টেস্ট জয়ের পথে বাধা হবে বৃষ্টি?

Published : Jul 06, 2025, 02:47 PM ISTUpdated : Jul 06, 2025, 03:05 PM IST
India Day 4 Edgbaston Test

সংক্ষিপ্ত

England vs India: রবিবার এজবাস্টনে (Edgbaston) ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের পঞ্চম তথা শেষ দিন। ভারতের বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারলে এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে পারবে দল।

Birmingham Weather: ৯০ ওভারে দরকার ৭ উইকেট। আকাশ দীপ (Akash Deep), মহম্মদ সিরাজরা (Mohammed Siraj) এই কাজটুকু করতে পারলেই ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) টেস্ট সিরিজে সমতা ফেরাতে পারবে ভারতীয় দল। রবিবার এজবাস্টন টেস্ট ম্যাচের (Edgbaston Test Match) পঞ্চম তথা শেষ দিন। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ৫৩৬ রান। যা কার্যত সম্ভব নয়। ফলে ভারতের জয়ের আশাই বেশি। কিন্তু ভারতের সিরিজে সমতা ফেরানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। বার্মিংহ্যামে এই ম্যাচের প্রথম চার দিন খেলায় বিঘ্ন ঘটায়নি বৃষ্টি। তবে শেষ দিন বৃষ্টি হতে পারে। শনিবার রাতে বৃষ্টি হয়েছে। রবিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন দেরিতে খেলা শুরু হতে পারে বলেও শোনা যাচ্ছে। ফলে চিন্তায় ভারতীয় শিবির।

আবহাওয়ার পূর্বাভাস কী বলছে?

বার্মিংহ্যামের আবহাওয়ার পূর্বাভাস বলছে, স্থানীয় সময় অনুযায়ী সকাল থেকে দুপুর একটা পর্যন্ত বৃষ্টি হতে পারে। তারপর বৃষ্টি থেমে যেতে পারে। সকাল সাড়ে ১০টায় খেলা শুরু হওয়ার কথা। সেই সময় বৃষ্টি হলে খেলা শুরু হবে না। এমনকী, দিনের প্রথম সেশনের খেলা ভেস্তে যেতে পারে। সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে ভারতীয় দল। কারণ, ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বাকি সাত উইকেট নেওয়ার জন্য পর্যাপ্ত সময় না-ও পাওয়া যেতে পারে। তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ মেঘে ঢাকা থাকবে। বাতাসের সর্বাধিক গতি হতে পারে প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার। ফলে খেলা শুরু হলে এই আবহাওয়ায় পেসাররা সুবিধা পাবেন। সেক্ষেত্রে আবার ভারতের লাভ হতে পারে।

বৃষ্টির জন্য প্রার্থনা ইংল্যান্ডের

ইংল্যান্ডের ব্যাটাররা নিশ্চিতভাবেই দলকে জেতানোর চেষ্টা করবেন না। তাঁরা ড্রয়ের লক্ষ্যে খেলবেন। বৃষ্টিতে খেলায় বিঘ্ন ঘটলে তাঁদের সুবিধা হবে। অন্যদিকে, ভারতীয় শিবির চাইছে মেঘলা আবহাওয়া, বাতাস থাকলেও বৃষ্টি যেন না হয়। কারণ, ওভার কমে গেলে ভারতের জয়ের আশাও কমে যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম