Ravindra Jadeja: বিসিসিআই-এর নিয়ম লঙ্ঘন, শাস্তির মুখে পড়বেন রবীন্দ্র জাডেজা?

Published : Jul 04, 2025, 05:54 PM ISTUpdated : Jul 04, 2025, 06:05 PM IST
ravindra jadeja test

সংক্ষিপ্ত

Edgbaston Test Match: এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করেছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তবে তিনি বিসিসিআই-এর (BCCI) নিয়ম লঙ্ঘন করেছেন।

Jadeja breaks BCCI guidelines: দলের স্বার্থের কথা ভেবে এজবাস্টন (Edgbaston) টেস্ট ম্যাচ চলাকালীন বিসিসিআই-এর (BCCI) নিয়ম লঙ্ঘন করলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তিনি বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন সকালে খেলা শুরু হওয়ার আগে দলের বাকিদের জন্য অপেক্ষা না করে একাই স্টেডিয়ামে পৌঁছে যান। অস্ট্রেলিয়া সফরের পর বিসিসিআই নতুন নিয়ম চালু করেছে। সব খেলোয়াড়কে নির্দেশ দেওয়া হয়েছে, কেউ হোটেল ও স্টেডিয়ামে যাতায়াতের ক্ষেত্রে টিম বাস ছাড়া অন্য কোনও যান ব্যবহার করতে পারবেন না। সবাইকে একসঙ্গে টিম বাসে যাতায়াত করতে হবে। কিন্তু বৃহস্পতিবার সেই নিয়ম লঙ্ঘন করেন জাডেজা। তবে এরপরেও হয়তো তাঁকে কোনওরকম শাস্তির মুখে পড়তে হবে না।

কেন শাস্তি পাচ্ছেন না জাডেজা?

বিসিসিআই সূত্রে খবর, জাডেজাকে শাস্তি না দেওয়ার কারণ হল, তিনি ব্যাটিং অনুশীলন করার জন্যই সবার আগে স্টেডিয়ামে পৌঁছে যান। প্রথম দিনের শেষে অধিনায়ক শুবমান গিলের (Shubman Gill) সঙ্গে অপরাজিত ছিলেন জাডেজা। হেডিংলিতে (Headingley) দুই ইনিংসেই বড় স্কোর করতে পারেননি এই অলরাউন্ডার। ভারতীয় দলের লোয়ার অর্ডার ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। এই কারণে বৃহস্পতিবার খেলা শুরু হওয়ার আগে সতর্ক ছিলেন জাডেজা। তিনি অনুশীলন করে তারপর খেলতে নামেন। ১৩৭ বল খেলে ৮৯ রান করেন এই অলরাউন্ডার। তিনি শতরান হারালেও, ভারতীয় দলকে ভালো জায়গায় পৌঁছে দেন।

কেন অতিরিক্ত অনুশীলন জাডেজার?

বুধবার ৪১ রানে অপরাজিত ছিলেন জাডেজা। তারপর দ্বিতীয় দিন খেলা শুরু হওয়ার আগে অনুশীলন করা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার মনে হয়েছিল, বল নতুন থাকায় আমার অতিরিক্ত অনুশীলন করা দরকার। ইনিংসের বাকি সময় যাতে ভালোভাবে ব্যাটিং করতে পারি, তার জন্যই অনুশীলন করার সিদ্ধান্ত নিই। সৌভাগ্যবশত আমি মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ব্যাটিং করতে পেরেছি। ইংল্যান্ডে খেলার সময় কখনও উইকেটে টিকে থাকা সহজ নয়। এই কারণে যত বেশি সময় ব্যাটিং করা যায় ততই ভালো।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড