IND vs ENG 2nd Test: তৃতীয় দিনের লাঞ্চ বিরতি! বেশ সুবিধাজনক জায়গায় ভারত, ফলো অন খাবে ইংল্যান্ড?

Published : Jul 04, 2025, 05:38 PM ISTUpdated : Jul 04, 2025, 05:51 PM IST
ind vs eng 2nd test

সংক্ষিপ্ত

IND vs ENG 2nd Test: শুরু হল তৃতীয় দিনের লাঞ্চ বিরতি। আপাতত বেশ সুবিধাজনক রয়েছে ভারত। 

IND vs ENG 2nd Test: এজবাস্টনে গত বুধবার থেকে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ। সেই ম্যাচের তৃতীয় দিনের দিনের লাঞ্চ বিরতি চলছে (india vs england 2nd test live score)।

আপাতত প্রথম ইনিংসে, তৃতীয় দিনের লাঞ্চ ব্রেক পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ৫ উইকেট হারিয়ে ২৪৯ রান 

টসে জিতে এই ম্যাচে বোলিং নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। আর ব্যাট করতে নেমে, শুরু থেকেই তাণ্ডব চালাতে শুরু করে টিম ইন্ডিয়া। ওপেনার যশস্বী জয়সওয়াল বেশ ভালো খেলেন এদিন। উপহার দেন ৮৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। তবে কেএল রাহুল খুব একটা সুবিধা করতে পারেননি। সংগ্রহে মাত্র ২ রান। তবে মিডল অর্ডারে করুণ নায়ার দায়িত্বপূর্ণ ইনিংস খেলেন। তাঁর ঝুলিতে ৩১ রান (india vs england 2nd test)।

অধিনায়ক শুভমান গিল উপহার দিলেন অসাধারণ ইনিংস। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও শতরান করলেন তিনি। তবে শুধু শতরান নয়। বলা চলে, দেশের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে গড়ে ফেললেন এক অনন্য নজির। করলেন ডবল সেঞ্চুরি, সংগ্রহে ২৬৯ রানের ঝকঝকে ইনিংস।

সেইসঙ্গে, দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ করেছেন ২৫ রান। তবে নীতিশ কুমার রেড্ডি ফিরে গেছেন মাত্র ১ রান। সেইসঙ্গে, আরেকজনের কথা বলতেই হয়। তিনি হলেন রবীন্দ্র জাদেজা। তাঁর ঝুলিতে গুরুত্বপূর্ণ ৮৯ রান। এছাড়া ওয়াশিংটন সুন্দর করেন ৪২ রান। 

প্রথম ইনিংসে ভারতের স্কোর, ১০ উইকেট হারিয়ে ৫৮৭ রান

ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেনে শোয়েব বসির। আর তিনিই সবথেকে বেশি রান দিয়েছেন, ১৬৭। অন্যদিকে, ২টি করে উইকেট পেয়েছেন ক্রিস ওকস এবং জশ টং। ১টি করে উইকেট পেয়েছেন ব্রাইডন কার্স, বেন স্টোকস এবং জো রুট। 

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে ইংল্যান্ড। ওপেনার জ্যাক ক্রলে করেন মাত্র ১৯ রান। কার্যত, খালি হাতে ফিরে যান বেন ডাকেট এবং অলি পোপ। তাদের দুজনকেই শূন্য রানে প্যাভিলিয়নে ফেরান আকাশদীপ।  জো রুটের সংগ্রহে ২২ রান। অপরদিকে, অধিনায়ক স্টোকস তো খাতাই খুলতে পারেননি। 

তবে লড়াই করছেন হ্যারি ব্রুক এবং জেমিয়ে স্মিথ 

আপাতত প্রথম ইনিংসে, তৃতীয় দিনের লাঞ্চ ব্রেক পর্যন্ত ইংল্যান্ডের স্কোর, ৫ উইকেট হারিয়ে ২৪৯ রান। ভারতের থেকে তারা পিছিয়ে ৩৩৮ রানে। অর্থাৎ, ইংল্যান্ডকে ফলো অন খাওয়ানোর সুবর্ণ সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। তবে দ্রুত উইকেট ফেলতে হবে। 

ক্রিজে হ্যারি ব্রুক ৯১ রানে এবং জেমিয়ে স্মিথ ১০২ রানে অপরাজিত রয়েছেন। তবে স্বীকার করতেই হবে যে ইংল্যান্ড যেভাবে খাদের কিনারায় চলে গেছিল, সেখান থেকে দলকে টেনে তুললেন এই দুজন। ব্রুকের অপরাজিত ৯১ রান এবং জেমিয়ে স্মিথের অনবদ্য সেঞ্চুরি লড়াইতে ফিরিয়ে আনল ব্রিটিশদের। 

এদিকে ভারতের হয়ে আপাতত ৩ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ এবং ২টি উইকেট পেয়েছেন আকাশদীপ। নিঃসন্দেহে দুর্দান্ত বোলিং করলেন দুজন।  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম