Ravindra Jadeja: 'আমি তো ওখানে বল করব না,' পিচে ক্ষত তৈরি করা নিয়ে স্টোকসকে ব্যঙ্গ জাডেজার

Published : Jul 04, 2025, 04:57 PM ISTUpdated : Jul 04, 2025, 04:59 PM IST
Ravindra Jadeja-Ben Stokes

সংক্ষিপ্ত

England vs India: এজবাস্টনে (Edgbaston) ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করেছেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। এই ইনিংসেই তিনি বেন স্টোকসের (Ben Stokes) সঙ্গে বাদানুবাদে জড়ান।

Ravindra Jadeja vs Ben Stokes: এজবাস্টনে (Edgbaston) ভারত-ইংল্যান্ড (England vs India) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes) সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়লেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। স্টাম্প মাইকে তাঁদের কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্টোকস দাবি করেন, ইচ্ছাকৃতভাবে পিচের মাঝখান দিয়ে ছুটে ক্ষত তৈরি করছেন জাডেজা। তাঁর দিকে এগিয়ে গিয়ে ইংল্যান্ডের অধিনায়ক বলেন, ‘দেখো বন্ধু তুমি কী করেছো।’ তাঁকে ব্যঙ্গ করে জাডেজা বলেন, ‘আমি ওখান দিয়ে ছুটছিলাম না। আমি তো আর ওখানে বল করব না। আমি কেন পিচে ক্ষত তৈরি করব? আমি ব্যাটিংয়ে মন দিচ্ছি।’ স্টোকসের সঙ্গে জাডেজার এই কথোপকথন নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে। ভারতের প্রাক্তন ক্রিকেটাররা জাডেজার পাশে দাঁড়িয়েছেন।

স্টোকসের অভিযোগ খারিজ জাডেজার

স্টোকসের অভিযোগ প্রসঙ্গে জাডেজা আরও বলেছেন, ‘ওর মনে হয়েছিল, আমি নিজের সুবিধার কথা ভেবে ইচ্ছাকৃতভাবে পিচে ক্ষত তৈরি করছি। কিন্তু ও নিজেই ফাস্ট বোলারদের ব্যবহার করে পিচে ক্ষত তৈরি করছিল। আমাকে পিচে ক্ষত তৈরি করতে হয়নি। ও বারবার আম্পায়ারদের বলছিল, আমি উইকেটের মাঝখান দিয়ে ছুটছি। কিন্তু সেটা আমার উদ্দেশ্য ছিল না। আমি কয়েকবার এদিক-ওদিক ছুটেছি বটে, কিন্তু সেটা ইচ্ছাকৃতভাবে নয়। আমরা সুযোগ পেলে ভালো জায়গায় বল রাখব। আমরা ভালো খেলার চেষ্টা করব।’

 

 

এজবাস্টনে কোণঠাসা ইংল্যান্ড

এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় দল ৫৮৭ রান করেছে। সাত নম্বরে ব্যাটিং করতে নেমে ১৩৭ বলে ৮৯ রান করেন জাডেজা। তিনি ১০টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। প্রথম টেস্টে ব্যাটিং-বোলিংয়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি জাডেজা। তবে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করার পর তাঁর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। এবার তিনি বল হাতেও সাফল্য পেতে চাইছেন। ইংল্যান্ডের ব্যাটারদের চাপে ফেলে দেওয়াই জাডেজার লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম