
England vs India: দুই ইনিংস মিলিয়ে ৮৩৫ রান করেও হার! ইংল্যান্ডের (England vs India) বিরুদ্ধে হেডিংলি টেস্ট ম্যাচে (Headingley Test Match) এমনই অভাবনীয় ফল করল ভারতীয় দল। ব্যাটাররা দুই ইনিংসেই ভালো পারফরম্যান্স দেখালেও, বোলারদের করুণ দশা প্রকট হয়ে গেল। প্রথম ইনিংসে লড়াই করেছিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কিন্তু দ্বিতীয় ইনিংসে উইকেট পাননি এই পেসার। এর ফল ভুগতে হল ভারতীয় দলকে। মহম্মদ সিরাজ (Mohammed Siraj), প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna), শার্দুল ঠাকুরদের (Shardul Thakur) কেন দলে নেওয়া হল, তার ব্যাখ্যা প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) কীভাবে দেবেন, তা নিয়ে ক্রিকেট মহলে জল্পনা শুরু হয়েছে। বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও খুব খারাপ হল। মঙ্গলবারও ক্যাচ পড়ল, মিসফিল্ডিং হল। এর ফলে ম্যাচের শেষ দিন ৩৫০ রান তুলে ৫ উইকেটে জয় পেল ইংল্যান্ড।
হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ১৩৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১১৮ রান করেন ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রথম ইনিংসে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) করেন ১৪৭ রান। দ্বিতীয় ইনিংসে ১৩৭ রান করেন কে এল রাহুল (KL Rahul)। কিন্তু ব্যাটারদের এই পারফরম্যান্স বিফলে গেল। প্রথম ইনিংসে ৮৩ রান দিয়ে ৫ উইকেট নেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিলেন কৃষ্ণ। দুই ইনিংস মিলিয়ে ২ উইকেট নিলেন সিরাজ। শার্দুলও দুই ইনিংস মিলিয়ে ২ উইকেট নিলেন। প্রথম ইনিংসে উইকেটহীন থাকার পর দ্বিতীয় ইনিংসে মাত্র এক উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। বোলারদের এই পারফরম্যান্স ব্যাটারদের লড়াইকে ম্লান করে দিল।
প্রথম ইনিংসে ভারতীয় দল ৪৭১ রান করার পর ৪৬৫ রান করে ইংল্যান্ড। অলি পোপ (Ollie Pope) করেন ১০৬ রান। হ্যারি ব্রুক (Harry Brook) করেন ৯৯ রান। বেন ডাকেট (Ben Duckett) করেন ৬২ রান। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের টার্গেট ছিল ৩৭১। এই টার্গেট তাড়া করতে নেমে ১৪৯ রান করলেন ডাকেট। অপর ওপেনার জাক ক্রলি (Zak Crawley) করেন ৬৫ রান। ৫৩ রান করে অপরাজিত থাকেন জো রুট (Joe Root)। ৪৪ রান করে অপরাজিত থাকেন জেমি স্মিথ (Jamie Smith)। ৮২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৭৩ রান করে জয় পেল ইংল্যান্ড।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।