
England vs India Headingley Test Match: ফুটবল ম্যাচে এগিয়ে থাকার পর শেষদিকে গোল হজম করে ড্র করলে বা হেরে গেলে যে অনুভূতি হয়, হেডিংলি টেস্ট ম্যাচে (Headingley Test Match) ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম সেশনের পর ঠিক সেই অবস্থায় ভারতীয় দল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ইনিংসের শুরুটা ভালোভাবে করেছিলেন দুই ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) ও কে এল রাহুল (KL Rahul)। ওপেনিং জুটিতে যোগ হয় ৯১ রান। তবে এরপরেই চাপে পড়ে গেল ভারতীয় দল। ৭৮ বলে ৪২ রান করে ব্রাইডন কার্সের (Brydon Carse) বলে জো রুটকে (Joe Root) ক্যাচ দিয়ে ফিরে যান রাহুল। পরের ওভারেই আউট হয়ে যান সাই সুদর্শন (Sai Sudharsan)। অভিষেক টেস্টে চার বল খেলে রান করার আগেই আউট হয়ে গেলেন সাই সুদর্শন। প্রথম সেশনের পর ভারতীয় দলের স্কোর ২ উইকেটে ৯২। ৭৪ বলে ৪২ রান করে অপরাজিত যশস্বী।
জোড়া উইকেট না হারালে হেডিংলি টেস্টের প্রথম সেশনের পর দারুণ জায়গায় থাকত ভারতীয় দল। কিন্তু রাহুল ও সাই সুদর্শন আউট হয়ে যাওয়ায় সুবিধা ধরে রাখতে পারল না ভারতীয় দল। অভিষেক টেস্টে সাই সুদর্শন ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশায় ছিল দল। কিন্তু ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes) বলে খোঁচা দিয়ে জেমি স্মিথকে (Jamie Smith) ক্যাচ দিয়ে ফিরে গেলেন সাই সুদর্শন। স্টোকসের বল লেগ স্টাম্পের অনেক বাইরে ছিল। এই বল ছেড়ে দিতে পারতেন। কিন্তু খোঁচা দিয়ে উইকেট ছুড়ে দিলেন সাই সুদর্শন।
প্রথম সেশনে ভালো ব্যাটিং করেছেন যশস্বী। তিনি দ্বিতীয় সেশনেও একইভাবে ব্যাটিং করে যেতে চান। ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিলও (Shubman Gill) বড় ইনিংস খেলার লক্ষ্যে। এই দুই ব্যাটারই এখন ভারতীয় দলের লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।