England vs India: যশস্বীর শতরান, যোগ্য সঙ্গত শুবমানের, হেডিংলিতে দাপট ভারতের

Published : Jun 20, 2025, 08:08 PM ISTUpdated : Jun 20, 2025, 08:31 PM IST
yashasvi jaiswal test

সংক্ষিপ্ত

England vs India Test Match: হেডিংলিতে (Headingley) ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের শুরুটা ভালোভাবে করেছে ভারতীয় দল। প্রথম দিনের প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও ভারতের ব্যাটারদের দাপট দেখা গেল।

England vs India First Test Match: ইংল্যান্ডের মাটিতে কেরিয়ারের প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেই শতরান যশস্বী জয়সোয়ালের (Yashasvi Jaiswal)। শুক্রবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভারতীয় দলকে চাপে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। তিনি হয়তো ব্রিটিশ-সুলভ দাম্ভিকতায় তরুণ ভারতীয় ব্যাটিং লাইনআপকে খাটো করে দেখেছিলেন। কিন্তু ভারতের তরুণ খেলোয়াড়রা যে সবরকম পরিস্থিতিতে ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি, তা বুঝিয়ে দিলেন যশস্বীরা। প্রথম সেশনে ৪২ রানে অপরাজিত ছিলেন যশস্বী। দ্বিতীয় সেশনে অর্ধশতরান পূরণ করার পর ১৪৪ বলে শতরান পূরণ করেন যশস্বী। পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে অভিষেক টেস্টেই শতরান করলেন এই তরুণ ব্যাটার। শুধু দেশের মাটিতেই নয়, বিদেশের মাটিতেও ভারতীয় দলকে ভরসা দিচ্ছেন যশস্বী।

অসাধারণ ব্যাটিং শুবমান গিলের

টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসেই অসাধারণ ব্যাটিং করলেন শুবমান গিল (Shubman Gill)। ইতিমধ্যেই অর্ধশতরান করে ফেলেছেন লাল বলের ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক। তিনি ৫৬ বলে অর্ধশতরান পূরণ করেন। নবম ভারতীয় ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসেই অর্ধশতরান করার নজির গড়লেন শুবমান। তাঁর ও যশস্বীর জন্যই প্রথম সেশনের শেষদিকে জোড়া উইকেট হারানোর পরেও দ্বিতীয় সেশনে দাপট দেখাতে পারল ভারতীয় দল।

দ্বিতীয় সেশনে দাপট ভারতের

শুক্রবার প্রথম সেশনে ভারতীয় দলের স্কোর ছিল ২ উইকেটে ৯২। দ্বিতীয় সেশনের শেষে ভারতীয় দলের স্কোর ২ উইকেটে ২১৫। এই সেশনে কোনও উইকেট না হারিয়ে ১২৩ রান করল ভারতীয় দল। এই সেশনের শেষে ১০০ রান করে অপরাজিত যশস্বী। ৫৮ রান করে অপরাজিত শুবমান। দারুণ জায়গায় ভারতীয় দল। তৃতীয় সেশনে যদি শুবমান ও যশস্বী একই ছন্দে ব্যাটিং করে যেতে পারেন, তাহলে এই ইনিংসে বিশাল স্কোরের পথে এগিয়ে যাবে ভারতীয় দল। সেক্ষেত্রে ইংল্যান্ডের উপর চাপ বাড়বে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় টি-২০ ম্যাচে সহজ জয়, সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-২০: আর্শদীপদের নিয়ন্ত্রিত বোলিং, ১১৭ রানে শেষ প্রোটিয়ারা