
Shubman Gill on England vs India Test Series: টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথম ইংল্যান্ড সফরেই সিরিজ জিততে চাইছেন শুবমান গিল (Shubman Gill)। সিরিজ শুরু হওয়ার আগে ভারতের অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারলে তা আইপিএল (IPL) ট্রফি জয়ের চেয়েও বড় সাফল্য হবে। শুধু ইংল্যান্ডই নয়, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতাও আইপিএল জয়ের চেয়ে বড়। ২০০৭ সালে শেষবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ভারতীয় দল। তারপর থেকে ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ জয় অধরা। ১৮ বছর পর তরুণ ভারতীয় দলকে নিয়ে জয় পাওয়ার লক্ষ্যে শুবমান। ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসেবে প্রথম ইংল্যান্ড সফরেই জয় পেলে, নতুন নজির গড়বেন শুবমান।
হেডিংলি টেস্ট ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে শুবমান বলেছেন, ‘অবশ্যই ইংল্যান্ডে টেস্ট সিরিজ জয় বড়। এটা আমার মত। অধিনায়ক হিসেবে আপনি ইংল্যান্ডে আসার খুব বেশি সুযোগ পান না। আপনি যদি নিজের প্রজন্মের সেরা হন, তাহলে হয়তো দু’বার এই সুযোগ পান। হয়তো তিনবারও সুযোগ পেতে পারেন। কিন্তু আইপিএল প্রতিবার হয়। প্রতিবারই আইপিএল জয়ের সুযোগ পাওয়া যায়। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয় অবশ্যই আরও বড় এবং আরও সম্মানজনক।'
এবারের ইংল্যান্ড সফরের ঠিক আগে রোহিত শর্মা (Rohit Sharma) এই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেন। এরপর শুবমানকে ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক নির্বাচিত করা হয়। এ প্রসঙ্গে এই তরুণ ব্যাটার বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই। এটাই একজন খেলোয়াড়ের কাছে সবচেয়ে বড় সম্মান। খুব বেশি খেলোয়াড় টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পায় না। আমি এ বিষয়ে অত্যন্ত উত্তেজিত।’ হেডিংলি টেস্টে চার নম্বরে ব্যাটিং করবেন শুবমান। বিরাট কোহলির (Virat Kohli) জায়গায় ব্যাটিং করে ভালো পারফরম্যান্স দেখানোই শুবমানের লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।