England vs India: দলে ফিরলেন বুমরা, লর্ডসে টসে হেরে প্রথমে ফিল্ডিং ভারতের

Published : Jul 10, 2025, 03:24 PM ISTUpdated : Jul 10, 2025, 04:12 PM IST
Jasprit Bumrah

সংক্ষিপ্ত

Lord's Test: এজবাস্টনে (Edgbaston) ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে সমতা ফিরিয়ে এনেছে ভারতীয় দল। এবার লর্ডস টেস্ট ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে শুবমান গিলরা (Shubman Gill)।

England vs India Lord's Test: লর্ডস টেস্টে প্রত্যাশামতোই ভারতীয় দলে ফিরলেন বর্তমানে বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বাদ পড়েছেন খারাপ পারফরম্যান্স দেখানো প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। ভারতীয় দলে আর কোনও বদল হয়নি। চলতি সিরিজে প্রথমবার ভারতীয় দল প্রথমে ফিল্ডিং করছে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। ভারতের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) জানিয়েছেন, তিনি সকালে কিছুটা সংশয়ে ছিলেন। তবে টসে জিতলে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তই নিতেন। ফলে টসে হেরে গেলেও, ভারতীয় শিবিরে অস্বস্তির কোনও কারণ নেই। এই সিরিজের প্রথম দুই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় স্কোর করে ভারতীয় দল। এবার ইংল্যান্ডকে দ্রুত অলআউট করে দেওয়াই ভারতের বোলারদের লক্ষ্য।

ভারতীয় দলের হয়ে কারা খেলছেন?

ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলছেন- যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal), কে এল রাহুল (KL Rahul), করুণ নায়ার (Karun Nair), শুবমান গিল (Shubman Gill), অধিনায়ক, ঋষভ পন্থ (Rishabh Pant), উইকেটকিপার ও সহ-অধিনায়ক, নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), আকাশ দীপ (Akash Deep), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।

ইংল্যান্ডের হয়ে কারা খেলছেন?

বুধবারই লর্ডস টেস্ট ম্যাচের দল ঘোষণা করে দিয়েছিল ইংল্যান্ড। চার বছর পর টেস্ট দলে ফিরেছেন জোফ্রা আর্চার (Jofra Archer)। এজবাস্টন টেস্টের দলে শুধু এই বদলই হয়েছে। ইংল্যান্ডের প্রথম একাদশে বাকিরা হলেন- জাক ক্রলি (Zak Crawley), বেন ডাকেট (Ben Duckett), অলি পোপ (Ollie Pope), জো রুট (Joe Root), হ্যারি ব্রুক (Harry Brook), বেন স্টোকস (Ben Stokes), অধিনায়ক, জেমি স্মিথ (Jamie Smith), উইকেটকিপার, ক্রিস ওকস (Chris Woakes), ব্রাইডন কার্স (Brydon Carse) ও শোয়েব বশির (Shoaib Bashir)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs USA U19: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় ভারতের, ৬ উইকেটে আমেরিকার পরাজয়
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে সুপারস্টার হয়েছেন যে ভারতীয় ক্রিকেটাররা