Jofra Archer: লর্ডস টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের, ৪ বছর পর প্রত্যাবর্তন আর্চারের

Published : Jul 09, 2025, 05:03 PM ISTUpdated : Jul 09, 2025, 05:05 PM IST
jofra archer ipl

সংক্ষিপ্ত

England vs India: বৃহস্পতিবার লর্ডসে (Lord's) শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ। এজবাস্টনে (Edgbaston) সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফিরিয়েছে ভারতীয় দল। ফলে লর্ডসে আত্মবিশ্বাসী হয়ে খেলতে নামবেন শুবমান গিলরা (Shubman Gill)।

England vs India Lord's Test: লর্ডস টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগের দিনই প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। এই ম্যাচে খেলছেন অভিজ্ঞ পেসার জোফ্রা আর্চার (Jofra Archer)। এবারের আইপিএল-এ (IPL 2025) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে খেলেন এই পেসার। ভারত-ইংল্যান্ড (England vs India) টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে তাঁর আঙুলে চোট ছিল। ফলে হেডিংলিতে (Headingley) সিরিজের প্রথম ম্যাচের দলে আর্চারকে রাখা হয়নি। এজবাস্টনে (Edgbaston) দ্বিতীয় ম্যাচের আগে এই পেসারকে দলে ফেরানো হয়। তবে তাঁকে খেলানো হয়নি। হারের পর এবার এই পেসারকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হল। চলতি সিরিজের প্রথম দুই ম্যাচেই ইংল্যান্ডের পেসাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ভারতের ব্যাটাররা বিশাল স্কোর করেছেন। এই কারণেই এবার আর্চারকে প্রথম একাদশে রাখা হল।

৪ বছর পর টেস্ট খেলছেন আর্চার

লর্ডস টেস্টে (Lord's Test) খেলার সুযোগ পাচ্ছেন না গাস অ্যাটকিনসন (Gus Atkinson)। জশ টাং (Josh Tongue) বাদ পড়েছেন। তাঁর পরিবর্তেই খেলছেন আর্চার। তিনি চার বছর পর টেস্ট ম্যাচ খেলতে নামছেন। চলতি সিরিজে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন টাং। তিনি প্রথম দুই টেস্ট ম্যাচে ১১ উইকেট নিয়েছেন। এজবাস্টনে ভারতের জয়ের পর বোলিং বিভাগকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে অ্যাটকিনসনকে ইংল্যান্ড দলে নেওয়া হয়। তবে তিনি এখনও ফিট হয়ে উঠতে পারেননি। এই কারণেই তাঁকে খেলার সুযোগ দেওয়া হচ্ছে না। চলতি বছরের মে মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে অ্যাটকিনসন। তিনি ফিট হয়ে উঠলে তবেই খেলার সুযোগ পাবেন।

ভারতের বিরুদ্ধেই প্রত্যাবর্তন আর্চারের

২০২১ সালের ফেব্রুয়ারিতে শেষবার টেস্ট ম্যাচ খেলেন আর্চার। সেই ম্যাচ ছিল ভারতের বিরুদ্ধে। এবার ভারতের বিরুদ্ধেই টেস্টে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন এই পেসার। ইংল্যান্ড শিবিরের আশা, লর্ডসে শুবমান গিলদের (Shubman Gill) থামাতে পারবেন আর্চার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?