Shubman Gill: ‘এই দলটা তরুণ, আমরা এখনও শিখছি’, ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েও পজিটিভ বার্তা অধিনায়কের

Published : Jun 25, 2025, 10:57 AM ISTUpdated : Jun 25, 2025, 11:12 AM IST
Shubman Gill (Photo- @BCCI X)

সংক্ষিপ্ত

Shubman Gill: হারের পর মুখ খুললেন শুভমান। ঠিক কী জানালেন তিনি? ভারত অধিনায়ক শুভমান গিল অবশ্য একাধিক কারণ খুঁজে পাচ্ছেন এই হারের পিছনে। সেইসঙ্গে, তিনি বলছেন, এই দলটা আসলে তরুণ। উন্নতি করতে একটু সময় লাগবে।

Shubman Gill: প্রথম টেস্টে হার। ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্টে যে ভারত এইভাবে হারতে পারে, তা কিন্তু প্রথম তিনদিনে একেবারেই বোঝা যায়নি। প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৫০০-র কাছাকাছি রান উঠেছে। তবে হ্যাঁ, ইংল্যান্ডও যথেষ্ট ভালো লড়াই করেছে। 

এমনকি, এতগুলো সেঞ্চুরি করেও হার। ভারত অধিনায়ক শুভমান গিল অবশ্য একাধিক কারণ খুঁজে পাচ্ছেন এই হারের পিছনে। সেইসঙ্গে, তিনি বলছেন, এই দলটা আসলে তরুণ। উন্নতি করতে একটু সময় লাগবে।

গিলের মতে, এই হারের প্রথম কারণ হল, লোয়ার অর্ডার ব্যাটারদের ব্যর্থতা। প্রথম ইনিংসে ৪১ রানে ৬ উইকেট পড়ে গেছিল। এরপর দ্বিতীয় ইনিংসে, ৩১ রানে ৫ উইকেট হারানো। এমনকি, পাঁচটি শতরানও সেই দুর্বলতা ঢাকতে পারেনি। শুভমান গিলের কথায়, “আমরা ভেবেছিলাম ৪৩০-৪৩৫ রান তুলতে পারলে ডিক্লেয়ার করে দেব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাড়াতাড়ি ৫ উইকেট পড়ে গেল। যেটা একেবারেই ভালো লক্ষণ নয় দলের জন্য।" 

তিনি আরও যোগ করেন, "ওরা ভালো ওপেনিং পার্টনারশিপ গড়ার পরও আশা করেছিলাম, সুযোগ আছে। কিন্তু কোনও কিছুই আমাদের পক্ষে যায়নি। আমরা বেশ কয়েকটা ক্যাচ ফেলেছি। লোয়ার অর্ডার একেবারেই ভালো খেলতে পারেনি। কিন্তু আমরা যা চেষ্টা করেছি, তার জন্য সত্যিই গর্বিত।”

ক্যাপ্টেন বলছেন, “সুযোগ কিন্তু সহজে আসে না। বিশেষ করে এইরকম উইকেটে তো নয়ই। কিন্তু এই দলটা তরুণ, আমরা এখনও শিখছি। আশা করছি যে, আগামী ম্যাচগুলিতে আমরা এই জায়গাগুলোয় আরও উন্নতি করতে পারব।" 

বলা চলে, এতগুলি সেঞ্চুরির পরেও হার। ভারত অধিনায়ক শুভমান গিল সেখান থেকেই একাধিক কারণ খুঁজে বের করলেন। আসলে এই হারের পিছনে থাকতে পারে অনেক কারণই। সেইসঙ্গে, এই দলটা যে আসলে তরুণ, সেই কথাও বুঝিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। অতএব, উন্নতি করতে একটু সময় লাগছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম