Jofra Archer: হেডিংলিতে জয়ের পর বোলিং বিভাগের শক্তি বাড়াল ইংল্যান্ড, টেস্ট দলে আর্চার

Published : Jun 26, 2025, 07:06 PM ISTUpdated : Jun 26, 2025, 07:20 PM IST
jofra archer ipl

সংক্ষিপ্ত

England Test Squad: হেডিংলিতে (Headingley) ভারতের বিরুদ্ধে (England vs India) প্রথম টেস্ট ম্যাচ জেতার পর এবার দ্বিতীয় ম্যাচের আগে পেস বোলিং বিভাগের শক্তি বাড়ানোর উদ্যোগ নিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (England and Wales Cricket Board)।

India tour of England 2025: এজবাস্টনে (Edgbaston) ভারতের বিরুদ্ধে (England vs India) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে অভিজ্ঞ পেসার জোফ্রা আর্চারকে (Jofra Archer) দলে ফেরাল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (England and Wales Cricket Board)। বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করল ইসিবি। এই দলে জায়গা পেলেন আর্চার। এই পেসার ২০২১ সালের ফেব্রুয়ারির পর প্রথমবার টেস্ট দলে জায়গা পেলেন। এজবাস্টনে খেলার সুযোগ পেলে ১৩-তম টেস্ট ম্যাচ খেলবেন আর্চার। তিনি শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ভারতীয় দলের বিরুদ্ধে। এবার সেই ভারতের বিরুদ্ধেই টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাতে পারেন আর্চার। হেডিংলিতে ভারতের মতোই ইংল্যান্ডের বোলিং বিভাগও ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। এই কারণে এজবাস্টনে খেলার সুযোগ পেতে পারেন আর্চার।

দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দলে কারা আছেন?

দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ড দলে আছেন বেন স্টোকস (Ben Stokes) অধিনায়ক, জোফ্রা আর্চার, শোয়েব বশির (Shoaib Bashir), জ্যাকব বেথেল (Jacob Bethell), হ্যারি ব্রুক (Harry Brook), ব্রাইডন কার্স (Brydon Carse), স্যাম কুক (Sam Cook), জাক ক্রলি (Zak Crawley), বেন ডাকেট (Ben Duckett), জেমি ওভারটন (Jamie Overton), অলি পোপ (Ollie Pope), জো রুট (Joe Root), জেমি স্মিথ (Jamie Smith), জশ টাং (Josh Tongue) ও ক্রিস ওকস (Chris Woakes)। আর্চারকে সুযোগ দেওয়া ছাড়া ইংল্যান্ড দলে আর কোনও বদল হয়নি।

আইপিএল-এর পর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন আর্চার

এবারের আইপিএল-এ (IPL 2025) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে খেলেছেন আর্চার। এরপর প্রথম শ্রেণির ক্রিকেটে সাসেক্সের (Sussex) হয়ে ডারহামের (Durham) বিরুদ্ধে খেলেছেন এই পেসার। কাউন্টি চ্যাম্পিয়নশিপের (County Championship) এই ম্যাচে ১৮ ওভার বোলিং করে ১ উইকেট নেন আর্চার। তিনি ফিটনেসের প্রমাণ দেওয়ার পরেই টেস্ট দলে ফিরলেন। এই পেসার এজবাস্টনে খেলার সুযোগ পেলে ভালো পারফরম্যান্স দেখাতে চান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় টি-২০ ম্যাচে সহজ জয়, সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-২০: আর্শদীপদের নিয়ন্ত্রিত বোলিং, ১১৭ রানে শেষ প্রোটিয়ারা