কিছুদিন আগে উড়ানে বিশেষ উপহার দেওয়া হয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। তবে এবার এক বিমানসেবিকাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন ধোনির অনুরাগীরা।
সম্প্রতি উড়ানে দেখা যায় মহেন্দ্র সিং ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষীকে। উড়ানে ঘুমিয়ে পড়েছিলেন ধোনি। তাঁর পাশের আসনে বসেছিলেন ধোনি। ঘুমন্ত ধোনির ভিডিও তোলেন এক বিমানসেবিকা। তিনিও ধোনির অনুরাগী। সেই কারণেই স্বপ্নের নায়ককে সামনে দেখে তাঁর সঙ্গে ভিডিও তোলার লোভ সামলাতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। সমস্যা একটাই, ওই বিমানসেবিকা এই ভিডিও তোলেন ধোনির অজান্তে। সেই কারণেই বিতর্ক তৈরি হয়েছে। ধোনির অনেক অনুরাগীরই দাবি, তাঁর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে। ওই বিমানসেবিকাকে বরখাস্ত করার দাবিও জানিয়েছেন অনেকে। তবে এখনও ধোনি বা সংশ্লিষ্ট বিমান সংস্থার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অনেকে আবার ওই বিমানসেবিকার পাশে দাঁড়িয়েছেন। তাঁদের দাবি, ওই বিমানসেবিকা ধোনিকে বিরক্ত করেননি। তিনি নিজের মতো করে ভিডিও তুলেছেন। সেই কারণে তাঁকে দোষারোপ করা উচিত নয়।
এবারের আইপিএল-এর পর ধোনির হাঁটুতে অস্ত্রোপচার হয়। শুক্রবার সাক্ষী জানিয়েছেন, ধোনির এখন রিহ্যাব চলছে। তাঁর হাঁটু অনেকটাই সেরে গিয়েছে। আগামী মরসুমের আইপিএল-এর আগেই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। এই খবরে ধোনির অনুরাগীরা স্বস্তিতে। তাঁদের আশা, শুধু আগামী মরসুমেই নয়, তারপরেও সিএসকে-র সঙ্গে যুক্ত থাকবেন ধোনি।
তবে আপাতত উড়ানে ধোনির ভিডিও নিয়ে বিতর্ক চলছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ওই বিমানসেবিকা ধোনি ও সাক্ষীর আসনের আড়ালে দাঁড়িয়ে আছেন এবং ভিডিও তুলছেন। ধোনি তখন ঘুমোচ্ছিলেন। ওই বিমানসেবিকা আড়ালে থাকায় সাক্ষীও বিষয়টি খেয়াল করেননি। তাঁদের ব্যক্তিগত পরিসরে ঢোকেননি ওই বিমানসেবিকা। তবে কাউকে না জানিয়ে ছবি বা ভিডিও তোলা অনুচিত। সে কথা উল্লেখ করেই সমালোচনায় সরব ধোনির অনুরাগীরা। একজন কটাক্ষ করে লিখেছেন, 'ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। যদি কেউ ওই মহিলার ভিডিও তুলত, তাহলে বিষয়টি রাষ্ট্রপুঞ্জে পৌঁছে যেত।' অন্য একজন লিখেছেন, ‘কেউ কি ওই বিমানসেবিকাকে নির্দেশ দিতে পারবে এবং বোঝাতে পারবে যে তাঁকে আরও পেশাদারিত্ব দেখাতে হবে এবং কারও ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ করা যাবে না?’ একজন লিখেছেন, ‘ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করার জন্য ওই বিমানসেবিকাকে বরখাস্ত করা হোক।’
যাঁরা ওই বিমানসেবিকার পাশে দাঁড়িয়েছেন তাঁদের মধ্যে একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'এটা ঠিকই আছে। তিনি খুশিমনেই ভিডিও তুলেছেন। তিনি শৌচাগারে ভিডিও তোলেননি। এই ভিডিও সুন্দর লাগছে।' অন্য একজন লিখেছেন, ‘উনি ভুল কিছু করেননি। উনিও আমাদের এমএসডি-র অনুরাগী।’
আরও পড়ুন-
নিকোলাস পুরাণের অসাধারণ ব্যাটিংয়ে প্রথম মেজর লিগ ক্রিকেট খেতাব, উচ্ছ্বসিত মুম্বই ইন্ডিয়ানস
একদিন এগিয়ে আনা হল ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ, হতে পারে আরও কিছু বদল