
মাইকেল ক্লার্কের ক্যান্সার
ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ২০১৫ সালে ওডিআই বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক। এই প্রাক্তন ক্রিকেটার নিজেই অসুস্থতার খবর জানিয়েছেন। ত্বকের ক্যান্সার সারানোর লক্ষ্যে তিনি অস্ত্রোপচারও করিয়েছেন। অস্ত্রোপচারের পর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের ছবি শেয়ার করে ক্লার্ক লিখেছেন, 'ত্বকের ক্যান্সার বাস্তব! বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আমার নাক থেকে আরেকটা বাদ দেওয়া হয়েছে।'
ত্বকের ক্যান্সারের সচেতনতা জরুরি
ত্বকের ক্যান্সার নিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে মাইকেল ক্লার্ক নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘ত্বক পরীক্ষা করানোর কথা সবাইকে মনে করিয়ে দিচ্ছি। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। আমার ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা এবং প্রাথমিক স্তরে ক্যান্সার ধরা পড়া গুরুত্বপূর্ণ ছিল। এর জন্য আমি চিকিৎসকের প্রতি কৃতজ্ঞ।’
২ দশক ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই
প্রায় দু'দশক ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই চালাতে হচ্ছে মাইকেল ক্লার্ককে। ২০০৬ সালে প্রথমবার জানা যায়, তিনি ত্বকের ক্যান্সারে আক্রান্ত। এরপর থেকে ১২ বার তাঁকে ক্যান্সার-মুক্ত করে তোলার লক্ষ্যে অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। ২০২৩ সালে তাঁর কপালে এবং মুখে অস্ত্রোপচার করা হয়। গত বছর তাঁর বুকে অস্ত্রোপচার হয়। এবার ফের অস্ত্রোপচার করতে হল।
অস্ট্রেলিয়ান স্কিন ক্যান্সার ফাউন্ডেশন
নিজে দীর্ঘদিন ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে চলায় এই রোগের গুরুত্ব ভালোই জানেন মাইকেল ক্লার্ক। সবাই যাতে ক্যান্সারের বিষয়ে সচেতন হয়ে ওঠেন, সে বিষয়ে প্রচারের জন্য ২০২৩ সালে অস্ট্রেলিয়ান স্কিন ক্যান্সার ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হন এই প্রাক্তন ক্রিকেটার। তিনি জানিয়েছেন, প্রতি বছর অন্তত দু’বার ত্বকের যাবতীয় পরীক্ষা করানোর চেষ্টা করেন। অস্ট্রেলিয়ানদের মধ্যে ত্বকের ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। এই কারণে দেশবাসীকে সতর্ক করে দিচ্ছেন ক্লার্ক।
মাইকেল ক্লার্কের অসাধারণ পারফরম্যান্স
২০০৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন মাইকেল ক্লার্ক। তিনি ২০০৬ সালে আইসিসি চ্যাম্পিয়নস, ট্রফি, ২০০৭ সালে ওডিআই বিশ্বকাপ এবং ২০১৫ সালে ওডিআই বিশ্বকাপজয়ী দলের সদস্য। ২০১৫ সালে তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। ওডিআই ছাড়াও টেস্ট, টি-২০ ফর্ম্যাটেও অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ছিলেন ক্লার্ক। সব ফর্ম্যাটেই তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন।
মাইকেল ক্লার্কের সাফল্য
অস্ট্রেলিয়ার হয়ে ১১৫ টেস্ট ম্যাচ খেলে ৮,৬৪৩ রান করেন মাইকেল ক্লার্ক। ২৪৫ ওডিআই ম্যাচে তাঁর রান ৭,৯৮১। এছাড়া ৩৪ টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে ৯৪ উইকেটও নিয়েছেন ক্লার্ক। ভারতের বিরুদ্ধে একাধিকবার তিনি দুর্দান্ত ব্যাটিং ও বোলিং করেছেন। সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা প্রার্থনা করছেন, ক্লার্ক যেন ক্যান্সার-মুক্ত হয়ে উঠতে পারেন।