ভারত-পাকিস্তানের টেস্ট সিরিজ আবার শুরু করা উচিত? কী বলছেন ওয়াসিম আক্রম?

Published : Aug 26, 2025, 04:35 PM IST

Wasim Akram: ক্রিকেট কেরিয়ারে অনেকবার ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। কিন্তু দীর্ঘদিন ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। এ বিষয়ে আক্ষেপ রয়েছে এই প্রাক্তন ক্রিকেটারের।

PREV
16
শুধু এশিয়া কাপের মতো টুর্নামেন্টেই নয়, টেস্ট ক্রিকেটেও ভারত-পাক লড়াই দেখতে চান আক্রম

ভারত-পাক সিরিজ শুরু করার পক্ষে আক্রম

এক দশকেরও বেশি সময় আগে শেষবার ভারত-পাকিস্তানের সাদা বলের সিরিজ হয়েছিল। দুই দলের শেষ টেস্ট সিরিজ হয়েছিল দেড় দশকেরও বেশি আগে। অদূর ভবিষ্যতে সীমিত ওভারের বা টেস্ট সিরিজ শুরু হওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম ভারত-পাকিস্তানের টেস্ট সিরিজ শুরু করার পক্ষে মতপ্রকাশ করেছেন। এশিয়া কাপের আগে এই মন্তব্য করেছেন আক্রম।

DID YOU KNOW ?
ভারত-পাকিস্তান সিরিজ
দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। আপাতত এই সিরিজ শুরু হওয়ার কোনও সম্ভাবনা নেই।
26
টি-২০ ফর্ম্যাটে হতে চলা এশিয়া কাপে একাধিকবার ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে

এশিয়া কাপে ভারত-পাক লড়াই

আগামী বছরের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির অঙ্গ হিসেবে এবার এশিয়া কাপ হতে চলেছে টি-২০ ফর্ম্যাটে। এই টুর্নামেন্টে একই গ্রুপে আছে ভারত ও পাকিস্তান। ১৪ সেপ্টেম্বরে দুই দলের লড়াই হতে চলেছে। এরপর দুই দলই সুপার ফোর পর্বের যোগ্যতা অর্জন করলে সেখানে ফের লড়াই হবে। এরপর ভারত ও পাকিস্তান ফাইনালে পৌঁছে গেলে এই টুর্নামেন্টে তৃতীয়বার দুই দলের লড়াই হবে।

২০১৩
২০১২-১৩ মরসুমে শেষবার ভারত-পাকিস্তান সিরিজ
২০১২-১৩ মরসুমে শেষবার ভারত সফরে এসেছিল পাকিস্তান। সেবার দুই দলের মধ্যে সীমিত ওভারের সিরিজ হয়েছিল।
36
দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তানের টেস্ট সিরিজ না হওয়ায় দর্শকরা বঞ্চিত, মত ওয়াসিম আক্রমের

ভারত-পাক টেস্ট সিরিজের অপেক্ষায় আক্রম

ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ওয়াসিম আক্রম বলেছেন, ‘এবারের এশিয়া কাপ সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে বিশেষ উৎসব হতে চলেছে। আমার ইচ্ছা ভারত ও পাকিস্তান ফের টেস্ট সিরিজ খেলা শুরু করুক। অনেকদিন ধরে ভারত-পাকিস্তানের টেস্ট সিরিজ হচ্ছে না। এই সিরিজ ফের শুরু হলে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের কাছেই ঐতিহাসিক মুহূর্ত হবে।’

46
ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে এখনই ওয়াসিম আক্রমের ইচ্ছাপূরণ হওয়ার সম্ভাবনা নেই

ভারত-পাক সিরিজ হচ্ছে না

কেন্দ্রীয় সরকার সম্প্রতি স্পষ্ট করে দিয়েছে, এশিয়া কাপ, বিশ্বকাপ বা অন্য কোনও বহুদেশীয় প্রতিযোগিতায় পাকিস্তান দল পাকিস্তানের কোনও খেলোয়াড় থাকলে ভারতীয় দল বা ভারতের কোনও খেলোয়াড় যোগ দিতে পারবেন। ভারতে কোনও বহুদেশীয় প্রতিযোগিতায় যোগ দিতে চাইলে পাকিস্তানের ক্রীড়াবিদদের ভিসা দেওয়া হবে। কিন্তু পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ শুরু করা হবে না। ফলে আপাতত ওয়াসিম আক্রমের ইচ্ছাপূরণ হচ্ছে না।

56
২০১২-১৩ মরসুমে শেষবার ভারত-পাকিস্তানের সঙ্গে ভারতের সীমিত ওভারের সিরিজ

প্রায় ১৩ বছর আগে শেষ দ্বিপাক্ষিক সিরিজ

২০১২-১৩ মরসুমে শেষবার ভারত সফরে এসেছিল পাকিস্তান দল। সেবার সীমিত ওভারের সিরিজ হয়েছিল। দুই দলের শেষ টেস্ট সিরিজ হয়েছিল ২০০৭-০৮ মরসুমে। সেবার ভারত সফরে এসেছিল পাকিস্তান। সেই সিরিজে ১-০ জয় পেয়েছিল ভারতীয় দল। অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি এই সিরিজেই টেস্ট ক্রিকেটে একমাত্র দ্বিশতরান করেন। তারপর আর ভারত-পাকিস্তানের টেস্ট ম্যাচ হয়নি।

66
ওয়াসিম আক্রম চাইলেও, ভারতের বেশিরভাগ প্রাক্তন ক্রিকেটারই সিরিজ শুরু করার বিপক্ষে

আক্রমের উল্টো মত হরভজনদের

হরভজন সিংয়ের মতো ভারতের প্রাক্তন ক্রিকেটাররা এশিয়া কাপেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার দাবি জানাচ্ছেন। তাঁরা ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ শুরু করার ঘোর বিরোধী। কেন্দ্রীয় সরকারও জানিয়ে দিয়েছে, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ হবে না। ফলে আপাতত ওয়াসিম আক্রমের ইচ্ছাপূরণ হচ্ছে না।

Read more Photos on
click me!

Recommended Stories