বিতর্কে জড়িয়ে সিএসকে ছাড়তে চেয়েছিলেন, আইপিএল থেকেই অবসর ঘোষণা অশ্বিনের

Published : Aug 27, 2025, 03:08 PM IST

Ravichandran Ashwin: আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল-এও (IPL 2025) অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে তিনি আর আইপিএল-এ খেলবেন না। আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করে দিয়েছেন এই স্পিনার।

PREV
16
আন্তর্জাতিক ক্রিকেটের পর আইপিএল-কেও বিদায় জানালেন রবিচন্দ্রন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিনের অবসর

চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন। বুধবার আইপিএল থেকেও সরে যাওয়ার কথা জানিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। এই অভিজ্ঞ অফস্পিনার-অলরাউন্ডার চেন্নাই সুপার কিংস ছাড়তে চেয়েছিলেন। তিনি মাঠের বাইরে বিতর্কেও জড়িয়ে পড়েছিলেন। শেষপর্যন্ত আইপিএল থেকেই সরে গেলেন এই তারকা ক্রিকেটার।

DID YOU KNOW ?
একাধিকবার চ্যাম্পিয়ন দলে অশ্বিন
২০০৯ সালে প্রথমবার চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল-এ খেলার সুযোগ পান রবিচন্দ্রন অশ্বিন। তিনি একাধিকবার আইপিএল জয়ী দলে ছিলেন।
26
বুধবার 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে আইপিএল থেকে অবসরের কথা জানিয়েছেন অশ্বিন

অবসর নিয়ে কী বার্তা অশ্বিনের?

বুধবার নিজের 'এক্স' হ্যান্ডলে এক পোস্টে আইপিএল থেকে অবসরের কথা ঘোষণা করে রবিচন্দ্রন অশ্বিন লিখেছেন, ‘বিশেষ দিন বিশেষভাবে শুরু হল। অনেকে বলেন, সব সমাপ্তিরই নতুন সূচনা আছে। আজ আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় শেষ হল। অসাধারণ স্মৃতি এবং বছরের পর বছর ধরে সম্পর্কের জন্য সব ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা, সেই আইপিএল ও বিসিসিআই-কে ধন্যবাদ জানাতে চাই। ওরা আমাকে যা দিয়েছে, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি।’

২২১
আইপিএল কেরিয়ারে ২২১ ম্যাচ খেলেছেন রবিচন্দ্রন অশ্বিন
চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস-সহ একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএস-এ খেলেছেন রবিচন্দ্রন অশ্বিন।
36
আইপিএল থেকে অবসর নিয়ে এবার বিদেশের টি-২০ লিগে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন?

অন্য দেশের লিগে অশ্বিন?

রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, তিনি বিদেশের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলতে পারেন। 'এক্স' হ্যান্ডলে পোস্টে তিনি লিখেছেন, ‘আজ থেকে আমি বিভিন্ন লিগের বিষয়ে খোঁজ নেওয়া শুরু করলাম। এরপর আমার কাছে যে সুযোগ আসবে, তা উপভোগ করা এবং কাজে লাগানোর চেষ্টা করব।’

46
ডেওয়াল্ড ব্রেভিসকে চেন্নাই সুপার কিংসে নেওয়া প্রসঙ্গে মন্তব্য করে বিতর্কে রবিচন্দ্রন অশ্বিন

বিতর্কে রবিচন্দ্রন অশ্বিন

গত আইপিএল-এর মাঝপথে ডেওয়াল্ড ব্রেভিসকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। এ প্রসঙ্গে রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওতে বলেন, আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ব্রেভিসকে দলে নিতে আগ্রহী ছিল। কিন্তু তারা বেশি টাকা দিতে চায়নি। সিএসকে বেশি টাকা দেওয়ায় ব্রেভিসকে দলে পেয়েছে। অশ্বিনের এই মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। সিএসকে আইপিএল-এর নিয়ম ভেঙেছে, দুর্নীতি করেছে, এমন আলোচনা শুরু হয়। এরপরেই অশ্বিনের সঙ্গে সিএসকে-র সম্পর্ক খারাপ হয়ে যায়।

56
হিন্দি ভাষা-বিরোধী মন্তব্য করেও বিতর্কে জড়িয়ে পড়েন রবিচন্দ্রন অশ্বিন

ভাষা-বিতর্কে অশ্বিন

দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে ভাষা অত্যন্ত আবেগের বিষয়। বিশেষ করে হিন্দি-বিরোধিতা দেখা যায়। রবিচন্দ্রন অশ্বিনও বুঝিয়ে দিয়েছেন, তিনি হিন্দি-বিরোধী। তিনি হিন্দিকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে মানেন না। চেন্নাইয়ের এক শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে গিয়ে সে কথা জানিয়ে দেন এই ক্রিকেটার। তাঁর হিন্দি-বিরোধিতা নিয়েও বিতর্ক তৈরি হয়।

66
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে যোগ দেবেন রবিচন্দ্রন অশ্বিন?

সৌরভের দলে অশ্বিন?

সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি এসএ২০ লিগের ফ্র্যাঞ্চাইজি প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে অবসর নেওয়ার পর বিদেশের লিগে খেলতে চাইছেন। এই স্পিনারকে সব দলই চাইবে। সৌরভ যদি অশ্বিনকে দলে নিতে চান, তাহলে দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ নিয়ে ভারতের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বেড়ে যাবে।

Read more Photos on
click me!

Recommended Stories