Michael Slater: মহিলাকে মারধর, শ্বাসরোধ, পিছু ধাওয়া, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারের কারাদণ্ড

Published : Apr 22, 2025, 10:21 PM ISTUpdated : Apr 22, 2025, 10:44 PM IST
Michael Slater

সংক্ষিপ্ত

Michael Slater Sentenced: ন'য়ের দশকে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন মাইকেল স্লেটার। তিনি নামী ক্রিকেটার ছিলেন। কিন্তু পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সুনাম বজায় রাখতে পারেননি তিনি।

Michael Slater sentenced to prison: এক মহিলাকে মারধর, শ্বাসরোধ করা, চুরি, পিছু ধাওয়ার দায়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইকেল স্লেটারের (Michael Slater) চার বছরের কারাদণ্ড হল। তবে তাঁকে এখন কারাগারে থাকতে হচ্ছে না। কারণ, আদালতে মামলা চলাকালীন বেশ কিছুদিন কারাগারে ছিলেন এই প্রাক্তন ক্রিকেটার। তিনি মোট ৩৭৫ দিন পুলিশের হেফাজতে কাটিয়েছেন। এই কারণে আদালত কারাদণ্ডের রায় দিলেও, স্লেটারকে আপাতত কারাগারে থাকতে হবে না বলে জানিয়েছে। এই প্রাক্তন ক্রিকেটারের বয়স ৫৫ বছর। তিনি ২০২৪ সালের এপ্রিলে গ্রেফতার হওয়ার পর থেকে পুলিশের হেফাজতে ছিলেন। ক্যুইন্সল্যান্ডের নুসা অঞ্চলে এই ঘটনা ঘটান স্লেটার। তিনি গত বছর জামিনের আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন খারিজ করে দেয় আদালত। এরপর কারাদণ্ড পেলেন তিনি।

নেশার ঘোরে অপরাধমূলক কাজকর্ম স্লেটারের

মঙ্গলবার মেরুশাইডোর ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক গ্লেন ক্যাশ রায় দেওয়ার সময় বলেন, স্লেটার মদ্যপান করেন। এই কারণেই তিনি অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়েছেন। তিনি এতই নেশাগ্রস্ত হয়ে পড়েছেন, কোনও নেশামুক্তি কেন্দ্রে রেখে মদ্যপানের অভ্যাস ছাড়িয়ে সাধারণ জীবনে ফেরানো কঠিন। তিনি সবসময়ই নেশা করে থাকেন। অভিযোগকারী মহিলাকে মারধর, হেনস্থা করার পাশাপাশি ভয়ও দেখান স্লেটার। তিনি বলেন, পুলিশে অভিযোগ দায়ের করলে নিজের ক্ষতি করবেন। তাঁর আচরণ দিন দিন খামখেয়ালি হয়ে যাচ্ছে। এই কারণে তাঁকে কারাদণ্ড দেওয়া হল।

স্লেটার মদ ছেড়ে দিয়েছেন, দাবি আইনজীবীর

আদালতে স্লেটারের আইনজীবী গ্রেগ ম্যাকগুয়ের দাবি করেন, এই প্রাক্তন ক্রিকেটারর তিন বছরের কারাদণ্ড ঘোষণা করে অবিলম্বে প্যারোলে মুক্তি দেওয়া উচিত। আইনজীবী আরও দাবি করেন, তাঁর মক্কেল বিচার প্রক্রিয়া ও তদন্তে সহযোগিতা করেছেন। তিনি কারাগারে থাকার সময় থেকেই মদ্যপান করছেন না। তিনি কারাগার থেকে মুক্তি পেলে নিউ সাউথ ওয়েলশে গিয়ে পরিবারের সঙ্গে থাকতে চান। স্লেটারের আইনজীবীর দাবি সম্পূর্ণ মেনে না নিলেও, এখন কারাগার থেকে রেহাই দিল আদালত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম