LSG vs DC: মিডল অর্ডারের ব্যর্থতা, ভালো শুরু করেও আটকে গেল লখনউ সুপার জায়ান্টস

Published : Apr 22, 2025, 09:20 PM ISTUpdated : Apr 22, 2025, 09:39 PM IST
RR vs LSG IPL 2025

সংক্ষিপ্ত

IPL 2025 LSG vs DC: চলতি আইপিএল-এ (IPL 2025) পয়েন্ট তালিকায় উপরের দিকে আছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসকে (Lucknow Super Giants) হারাতে পারলে প্লে-অফের দিকে এগিয়ে যাবেন অক্ষর প্যাটেলরা (Axar Patel)।

IPL 2025 Lucknow Super Giants vs Delhi Capitals: চলতি আইপিএল-এ (IPL 2025) প্লে-অফের দৌড়ে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে চাপে পড়ে গেল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। মঙ্গলবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৫৯ রান করল লখনউ। ইনিংসের শুরুতে মনে হচ্ছিল বিশাল স্কোর হবে। দুই ওপেনার এইডেন মার্করাম (Aiden Markram) ও মিচেল মার্শ (Mitchell Marsh) দ্রুত রান করেন। ওপেনিং জুটিতে যোগ হয় ৮৭ রান। মার্করাম ৩৩ বলে ৫২ রান করেন। তিনি জোড়া বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। মার্শ ৩৬ বলে ৪৫ রান করেন। তিনি তিনটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। ওপেনাররা ভালো পারফরম্যান্স দেখালেও, মিডল অর্ডার ব্যর্থ হয়। এর ফলেই বড় স্কোর করতে পারল না লখনউ।

ব্যর্থ নিকোলাস পুরাণ

চলতি আইপিএল-এ ভালো ফর্মে লখনউয়ের ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরাণ (Nicholas Pooran)। তবে মঙ্গলবার তিনি বড় রান পেলেন না। ৫ বল খেলে ৯ রান করেই আউট হয়ে যান এই তারকা। ভালো ফর্মে থাকা আবদুল সামদও (Abdul Samad) ৮ বল খেলে ২ রান করেই আউট হয়ে যান। ১৫ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার (David Miller)। শেষদিকে ভালো পারফরম্যান্স দেখান আয়ূষ বাদোনি (Ayush Badoni)। তিনি ২১ বলে ৩৬ রান করেন। তিনি ৬টি বাউন্ডারি মারেন। ২ বল খেলে ০ রানে অপরাজিত থাকেন অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)।

মুকেশ কুমারের অসাধারণ বোলিং

দিল্লি ক্যাপিটালসের হয়ে সবচেয়ে ভালো বোলিং করেন মুকেশ কুমার (Mukesh Kumar)। তিনি ৪ ওভার বোলিং করে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। ৩ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন দুষ্মন্ত চামিরা (Dushmantha Chameera)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs NZ ODI: ভাদোদরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিরাট এবং রোহিতকে বিশেষ সংবর্ধনা
Jammu and Kashmir Cricket: বিজয় মার্চেন্ট ট্রফিতে নয়া রেকর্ড গড়ল জম্মু-কাশ্মীর অনুরধ-১৬ ক্রিকেট দল