
গত কয়েকমাসে অনেকটাই বদলে গেছে শ্রীলঙ্কা ক্রিকেট (Srilanka Cricket)। প্রথমে ঘরের মাঠে ভারতীয় দলকে (Indian Team) ওয়ান ডে সিরিজে হারায় তারা। তারপর ইংল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়।
স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কা ক্রিকেটে এখন সুখের সময় চলছে। তবে ইংল্যান্ডে (England) প্রথম দুটি টেস্ট হারলেও ওভালে আট উইকেট জয় পায় তারা।
গত এক দশক ধরে ইংল্যান্ডের মাটিতে শ্রীলঙ্কার এটি প্রথম জয়। গোটা দলের এহেন সাফল্যের নেপথ্যে একজনের অন্যতম ভূমিকা রয়েছে। তিনি সনৎ জয়সূর্য (Sanath Jayasuriya)। শ্রীলঙ্কার অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। শেষ দুটি সিরিজে টিমের যেইরকম পারফরম্যান্স, তাতে জয়সূর্যকে পাকাপাকিভাবে কোচের দায়িত্ব দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। মোট দুটি টেস্টের সিরিজ রয়েছে। তাই জয়সূর্যকে ঐ সিরিজেও কোচের দায়িত্বে রেখে দেওয়া হবে।
যদিও বেশ কিছুদিন আগেই নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তারপর অনেক আবেদনও জমা পড়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তাতে বেশ কিছু বড় নামও আছে। তবে নতুন কোচ নিয়োগের বিষয়টি আপাতত স্থগিত রাখা হয়েছে।
বরং জয়সূর্যর সাফল্য দেখে তাঁকে নিউজিল্যান্ড সিরিজেও কোচ রেখে দেওয়া হচ্ছে। যা শোনা যাচ্ছে, তাতে শ্রীলঙ্কার কোচ হিসেবে জয়সূর্যর মেয়াদ আরও বাড়তে পারে বলেই জানা যাচ্ছে।
বাস্তবে শ্রীলঙ্কা পুরো সিরিজেই খুব ভালো ক্রিকেট উপহার দিয়েছে। সেটাই সবথেকে বড় বিষয়। আর তার পিছনে জয়সূর্যর অনেকখানি কৃতিত্ব রয়েছে। জানা যাচ্ছে, কোচের জন্য বিজ্ঞপ্তি দিলেও আপাতত কাউকেই নিয়োগ করা হচ্ছে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সনৎ জয়সূর্যকেই কোচ হিসেবে দায়িত্বে রেখে দেওয়া হচ্ছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।