কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প। তবে তিনি কীভাবে মারা গিয়েছেন, সে বিষয়ে তখন কিছু জানানো হয়নি। সোমবার এই প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুর প্রকৃত কারণ জানা গেল।
কোনও অসুখের কারণে মারা যাননি। আত্মহত্যা করেছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প। সোমবার তাঁর পরিবারের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। এই প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী আমান্দা জানিয়েছেন, ‘অবসাদ ও উদ্বেগের শিকার হয়েছে গ্রাহাম। ও ভাবতে শুরু করেছিল, ও না থাকলেই পরিবার ভালো থাকবে। আমাদের কাছে এই ঘটনা অভাবনীয় আঘাত। ও স্ত্রী, দুই মেয়েকে ভালোবাসত। আমরাও একইভাবে ওকে ভালোবাসতাম। কিন্তু তারপরেও ও উদ্বেগ, অবসাদ থেকে মুক্ত হতে পারেনি। ও সম্প্রতি একেবারেই সুস্থ ছিল না। ও বিশ্বাস করতে শুরু করেছিল, ও না থাকলেই আমাদের ভালো হবে। ও সেই ভাবনা অনুযায়ীই কাজ করে এবং নিজের জীবন নেয়। এই ঘটনায় আমরা ভেঙে পড়েছি।’
২ বছর আগেও আত্মহত্যার চেষ্টা
আমান্দা আরও জানিয়েছেন, ‘গত ২ বছর ধরে মারাত্মক অবসাদ ও উদ্বেগে ভুগছিল গ্রাহাম। এর ফলেই ও ২০২২ সালের মে মাসে নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করে। এর ফলে ওকে দীর্ঘদিন ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকতে হয়। এরপর ওর উন্নতির কিছুটা আশা দেখা যাচ্ছিল। আমরা পুরনো গ্রাহামকে ফিরে পাচ্ছিলাম। কিন্তু এরই মধ্যে ও অবসাদ, উদ্বেগে ভুগছিল।মাঝেমধ্যে ওর অবস্থা অত্যন্ত গুরুতর হয়ে উঠছিল। পরিবার হিসেবে আমরা ওর পাশে ছিলাম। ওকে সুস্থ করে তোলা, ভালো রাখার জন্য অনেক চেষ্টা করেছিলাম। অনেক চিকিৎসাও করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনও উপায়েই আমরা ওকে সুস্থ করে তুলতে পারলাম না।’
প্রাণঘাতী হয়ে ওঠে অবসাদ
অবসাদের প্রথম পর্যায়ে আত্মহত্যার চিন্তা মনে আসে। দীর্ঘদিন ধরে অবসাদ চললে যে কোনও সময়ই আত্মহত্যার প্রবণতা আসে। থর্পের সঙ্গে তেমনই হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
অস্থির পরিস্থিতিতে পাকিস্তান সফর, ৪ দিন আগেই পৌঁছে যাচ্ছে বাংলাদেশ দল
মদের নেশায় ঠিকমতো দাঁড়াতেই পারছেন না, দেশের প্রাক্তন ক্রিকেটারের এ কী অবস্থা! দেখুন ভিডিও
ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে হার, প্রয়াত অংশুমান গায়কোয়াড়, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, সৌরভের