Yuvraj Singh: সর্বকালের সেরা একাদশ বাছলেন যুবরাজ, জায়গা পেলেন প্রিয় 'দাদা'?

ভারতীয় দলের হয়ে দেড় দশকেরও বেশি সময় ধরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন যুবরাজ সিং। টি-২০, ওডিআই বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য এই অলরাউন্ডার।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই ভারতীয় ক্রিকেট দলে প্রতিষ্ঠা পেয়েছিলেন। পরবর্তীকালে রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে খেলেছেন। ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জিতেছেন। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন। কিন্তু সর্বকালের সেরা দল বেছে নেওয়ার ক্ষেত্রে সৌরভ, দ্রাবিড়, কুম্বলে, ধোনিকে উপেক্ষা করলেন যুবরাজ। এমনকী, ভারতীয় দলের সর্বকালের অন্যতম সফল ওপেনার বীরেন্দ্র সেহবাগকেও নিজের পছন্দের দলে রাখেননি যুবরাজ। টেস্ট, ওডিআই ফর্ম্যাটে অসাধারণ সাফল্য পেয়েছেন সেহবাগ। তিনিও যুবরাজের মতোই টি-২০, ওডিআই বিশ্বকাপ জিতেছেন। কিন্তু যুবরাজের পছন্দের দলে জায়গা পেলেন না সেহবাগ।

যুবরাজের পছন্দের দলে কারা জায়গা পেলেন?

Latest Videos

যুবরাজ সিংয়ের বেছে নেওয়া পছন্দের দলে আছেন সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, রিকি পন্টিং, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, অ্যাডাম গিলক্রিস্ট, অ্যান্ড্রু ফ্লিনটফ, ওয়াসিম আক্রম, শেন ওয়ার্ন, মুথাইয়া মুরলীধরন ও গ্লেন ম্যাকগ্র্যাথ। যুবরাজের পছন্দের দলে ফ্লিনটফ জায়গা পাওয়ায় অনেকেরই চোখ কপালে উঠেছে। ইংল্যান্ডের এই প্রাক্তন অলরাউন্ডারের সঙ্গে কোনওদিনই যুবরাজের ভালো সম্পর্ক নেই। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে ফ্লিনটফের সঙ্গে বচসার পরেই স্টুয়ার্ট ব্রডের ওভারে ৬টি ওভার-বাউন্ডারি মারেন যুবরাজ। কিন্তু সেই ফ্লিনটফকেই নিজের সেরা অলরাউন্ডার বলে জানিয়ে দিলেন যুবরাজ

কেন জায়গা পেলেন না সেহবাগ, ধোনি, দ্রাবিড়?

ক্রিকেটের সব ফর্ম্যাটেই একইভাবে ব্যাটিং করতেন সেহবাগ। তিনি অসাধারণ সাফল্যও পেয়েছেন। টেস্ট, ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার ছিলেন দ্রাবিড়। ভারতীয় দলের সফলতম অধিনায়ক ধোনি। কিন্তু সংশ্লিষ্ট ক্রিকেটারদের কেন নিজের পছন্দের দলে রাখলেন না যুবরাজ, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন, ধোনির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো নয় বলেই তাঁকে উপেক্ষা করলেন যুবরাজ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Champions Trophy: 'সরকার পাকিস্তান সফরের অনুমতি দেয়নি প্রমাণ দেখান,' বিসিসিআই-এর কাছে দাবি পিসিবি-র

Rohit Sharma: পেশাদার ক্রিকেট থেকে অবসরের কথা ভাবছেন? কী জানালেন রোহিত শর্মা?

Yashasvi Jaiswal: আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দ্বিতীয় ব্যাটার হিসেবে বিরল নজির যশস্বী জয়সোয়ালের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia