সংক্ষিপ্ত
প্রায় ২ দশক পাকিস্তান সফরে যায়নি ভারতের পুরুষদের সিনিয়র ক্রিকেট দল। আগামী বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তানে দল পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই।
২০২৩ সালের এশিয়া কাপের মতোই ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তানে দল পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই। এই পরিস্থিতিতে বিসসিআই-এর উপর চাপ তৈরির কৌশল নিল পিসিবি। বিসিসিআই-এর দাবি, নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে পাকিস্তানে দল পাঠানোর অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার। এবার সে বিষয়েই প্রমাণ পেশ করার দাবি জানাল পিসিবি। কেন্দ্রীয় সরকার পাকিস্তান সফরে দল পাঠানোর অনুমতি খারিজ করে দিয়ে যে চিঠি পাঠিয়েছে, সেটা দেখানোর দাবি জানিয়েছে পিসিবি। তবে বিসিসিআই সেই প্রমাণ পেশ করবে কি না এখনও জানা যায়নি। আইসিসি-র উপর বিসিসিআই-এর যে প্রভাব, তার কণামাত্রও পিসিবি-র নেই। অর্থবল ও প্রচারে অনেক এগিয়ে বিসিসিআই। এই কারণেই পিসিবি ও আইসিসি-র উপর চাপ তৈরি করতে পারছেন জয় শাহরা।
হাইব্রিড মডেলে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি?
২০২৩ সালের এশিয়া কাপ হাইব্রিড মডেলে হয়েছিল। ভারতীয় দল পাকিস্তানে খেলতে না যাওয়ায় ভারতের ম্যাচগুলি হয়েছিল শ্রীলঙ্কায়। পাকিস্তান আয়োজক দেশ হওয়া সত্ত্বেও বেশি ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। শুক্রবার কলম্বোয় আইসিসি-র বার্ষিক বৈঠক হতে চলেছে। এই বৈঠকে অবশ্য হাইব্রিড মডেল নিয়ে আলোচনা হবে না বলেই জানা গিয়েছে। বিসিসিআই চাইছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরশাহিতে হোক। যদিও ভ্রমণ সংক্রান্ত জটিলতা, অতিরিক্ত খরচের কারণে আইসিসি এই দাবি মানতে নারাজ।
ভারতকে ছাড়া হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি?
ভারতীয় দলকে বাদ দিয়ে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হয়, তাহলে চরম আর্থিক সঙ্কটের মুখে পড়বে আইসিসি ও পিসিবি। ভারতীয় দল না খেললে স্পনসর পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। দর্শক সংখ্যাও অনেক কমে যাবে। এই কারণে রফাসূত্র বের করতে মরিয়া আইসিসি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Rohit Sharma: পেশাদার ক্রিকেট থেকে অবসরের কথা ভাবছেন? কী জানালেন রোহিত শর্মা?
India vs Zimbabwe: পঞ্চম ম্যাচে ৪২ রানে জয় ভারতের, জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ ৪-১
Yashasvi Jaiswal: আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দ্বিতীয় ব্যাটার হিসেবে বিরল নজির যশস্বী জয়সোয়ালের