ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার পর সাহসী ক্রিকেট খেলা শুরু করেন মহেন্দ্র সিং ধোনি। তিনি ঝুঁকি নিতেন। বর্তমানে যেভাবে ক্রিকেট খেলা হচ্ছে, তাতে খুশি ধোনি।
'বাজবল,' 'গ্যাম্বল' বা অন্য যে কোনও নামই দেওয়া হোক না কেন, বর্তমানে যেভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলা হচ্ছে, তাতে খুশি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি বলেছেন, 'ক্রিকেটকে যে কোনও নাম দেওয়া যেতে পারে। আমরা যা দেখছি তা হল, ক্রিকেট বদলে গিয়েছে। এখন যেভাবে ক্রিকেট খেলা হচ্ছে, তা অনেক আলাদা। একসময় ওডিআই ম্যাচে নির্দিষ্ট স্কোর হলে ধরে নেওয়া হত সংশ্লিষ্ট দলের জয় নিশ্চিত। এখন টি-২০ ম্যাচেও সেই স্কোর হলে জয় নিশ্চিত নয়।' নিউজিল্যান্ডের প্রাক্তন মারকুটে ওপেনার ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ড দলের প্রধান কোচ হওয়ার পরে থেকেই 'বাজবল' নাম বিখ্যাত হয়ে গিয়েছে। কারণ, টেস্ট ম্যাচেও আক্রমণাত্মক ক্রিকেট খেলছে ইংল্যান্ড। ভারতীয় দলও আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্ট ম্যাচে যেভাবে ভারতীয় দল জয় পেয়েছে, তারপর ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের প্রশংসা করে 'গ্যাম্বল' নামে ডাকতে শুরু করেন অনেকে। সে কথা উল্লেখ করেই ধোনি বলেছেন, টেস্ট ম্যাচে জয়ের লক্ষ্যে যেভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলা হচ্ছে, তাতে তিনি খুশি।
'টেস্ট ম্যাচ ড্র হওয়া বিরক্তিকর'
টেস্ট ম্যাচ সম্পর্কে ধোনি বলেছেন, ‘টেস্ট ম্যাচের পঞ্চম দিন যখন সবাই নিশ্চিত হয়ে গিয়েছে, এই ম্যাচ ১০০ শতাংশ হতে চলেছে, সেই সময়ই আমার কাছে সবচেয়ে কঠিন। আমাকে প্রায় আড়াই সেশন ধরে কিপিং করতে হত। সেই সময়ই সবচেয়ে ক্লান্তিকর ছিল। কোনও ফল হচ্ছে না দেখেও খেলে যেতে হত। ম্যাচ যেভাবে এগিয়ে যেত, সেভাবেই খেলতে হত।’
টেস্ট ম্যাচের ফল নির্ধারিত হওয়ায় খুশি ধোনি
বর্তমানে টেস্ট ক্রিকেট যেভাবে খেলা হচ্ছে, সে ব্যাপারে ধোনি বলেছেন, ‘এখন যদি বৃষ্টির জন্য টেস্ট ম্যাচের একদিনের খেলা ভেস্তে যায় এবং চার দিন খেলা হয়, তাতেও ফল নির্ধারিত হচ্ছে। এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। এভাবেই খেলে যাওয়া উচিত।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
২০২৫ সালের আইপিএল-এ খেলবেন? নিলামের আগে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন ধোনি
আইপিএল-এ আরসিবি-র কাছে হারের পর রাগে ড্রেসিংরুমে টেলিভিশন সেট ভেঙেছিলেন 'ক্যাপ্টেন কুল' ধোনি?
২০২৫ সালের আইপিএল-এ চিপকে খেলেই অবসর? মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে নতুন জল্পনা