সংক্ষিপ্ত

২০২৫ সালের আইপিএল-এ প্লেয়ার রিটেনশন সংক্রান্ত নতুন নিয়ম চালু করেছে বিসিসিআই। ক্রিকেট মহলের অনেকেই বলছেন, আইপিএল-এর নতুন নিয়মের ফলে চেন্নাই সুপার কিংসের সুবিধা হবে।

২০২৫ সালের আইপিএল-এ কি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি? কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা হতে পারে। আগামী সপ্তাহে মুম্বইয়ে সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ধোনি। সেই বৈঠকেই আইপিএল-এ তাঁর ভবিষ্যৎ ঠিক হবে। গত পাঁচ বছর ধরেই প্রতিবার আইপিএল চলাকালীন এবং নতুন মরসুম শুরু হওয়ার আগে ধোনির অবসর নিয়ে জল্পনা চলছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ২০২৩ সালের আইপিএল-এ শেষবার সিএসকে-র অধিনায়ক হিসেবে খেলেন ধোনি। সেবার তিনি হাঁটুর চোট নিয়ে খেলেই দলকে পঞ্চম খেতাব জেতান। ২০২৪ সালের আইপিএল-এ সিএসকে-র অধিনায়ক হন রুতুরাজ গায়কোয়াড়। তাঁর নেতৃত্বে লিগ টেবলে পঞ্চম স্থানে ছিল সিএসকে। ফলে প্লে-অফের যোগ্যতা অর্জন করা সম্ভব হয়নি। নতুন মরসুমের দল গঠন নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে সিএসকে ম্যানেজমেন্ট। ধোনিকে নিয়েও বিশেষ পরিকল্পনা করা হচ্ছে।

কবে অবসর ধোনির?

২০২৫ সালের আইপিএল-এ খেলতে হলে বিসিসিআই-এর নতুন নিয়ম অনুযায়ী 'আনক্যাপড প্লেয়ার' হিসেবে সিএসকে দলে থাকতে পারেন ধোনি। সেক্ষেত্রে তিনি ৪ কোটি টাকা পাবেন। এই অর্থে আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক খেলতে রাজি হবেন কি না, সে বিষয়ে কিছুটা সংশয় রয়েছে। তবে ধোনি একাধিকবার জানিয়েছেন, তিনি চিপকে শেষ ম্যাচ খেলে তবেই আইপিএল থেকে বিদায় নিতে চান। ২০২৫ সালের আইপিএল-এ চিপকে খেলে অবসরের কথা ঘোষণা করতে পারেন এই কিংবদন্তি। সে বিষয়েও সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করতে পারেন ধোনি।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে ক্রিকেট সংক্রান্ত আলোচনায় ধোনি

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ধোনি। কয়েকদিন আগেই তিনি দেশে ফিরেছেন। এবার আইপিএল-এ নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসছেন এই তারকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আইপিএল-এ আরসিবি-র কাছে হারের পর রাগে ড্রেসিংরুমে টেলিভিশন সেট ভেঙেছিলেন 'ক্যাপ্টেন কুল' ধোনি?

আইপিএল-এ প্লেয়ার রিটেনশনের নতুন নিয়ম, সবচেয়ে বেশি লাভবান হবে সিএসকে?

আইপিএল-এর প্রথম মরসুমে মহেন্দ্র সিং ধোনিকে দলে নিতে চায়নি চেন্নাই সুপার কিংস!