ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে হার, প্রয়াত অংশুমান গায়কোয়াড়, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, সৌরভের

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটার ও কোচ অংশুমান গায়কোয়াড়ের প্রয়াণে ক্রিকেট মহলে শোকের ছায়া তৈরি হয়েছে। গায়কোয়াড়ের প্রাক্তন সতীর্থরা শোকপ্রকাশ করছেন।

ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে হেরে গেলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও কোচ অংশুমান গায়কোয়াড়। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছিলেন গায়কোয়াড়। তাঁর প্রয়াণে শোকাহত ক্রিকেট মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোকপ্রকাশ করেছেন। 'এক্স' হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ক্রিকেটে তাঁর অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন শ্রী অংশুমান গায়কোয়াড়জি। তিনি একজন প্রতিভাবান ক্রিকেটার ও অসাধারণ কোচ ছিলেন। তাঁর প্রয়াণে আমি শোকাহত। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’ গায়কোয়াড়ের সতীর্থ, তাঁর কোচিংয়ে খেলা ক্রিকেটাররাও শোকপ্রকাশ করছেন। বিসিসিআই-এর পক্ষ থেকেও শোকপ্রকাশ করা হয়েছে।

শোকপ্রকাশ সৌরভ গঙ্গোপাধ্যায়ের

Latest Videos

সৌরভ গঙ্গোপাধ্যায় যখন ভারতীয় দলের অধিনায়ক ছিলেন, সেই সময় কোচ হিসেবে ছিলেন গায়কোয়াড়। ২০০০ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্স হয় ভারতীয় দল। সেই দলের কোচ ছিলেন গায়কোয়াড়। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সৌরভ। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, 'শান্তিতে বিশ্রাম নিন অংশু ভাই। খুব খারাপ খবর।' ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ডোডা গণেশও শোকপ্রকাশ করেছেন। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘অংশুমান গায়কোয়াড় স্যার একজন আপাদমস্তক ভদ্রলোক ছিলেন। তিনি সবসময় তরুণদের সাহায্য করতেন। তিনি ক্যান্সারের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করার পর হার মেনেছেন জেনে দুঃখ হচ্ছে। তাঁর শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। শান্তিতে বিশ্রাম নিন স্যার। ভারতীয় ক্রিকেট কখনও আপনাকে ভুলবে না।’

 

 

 

শোকপ্রকাশ বিসিসিআই সচিবের

গায়কোয়াড়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘অংশুমান গায়কোয়াড়ের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তাঁর প্রয়াণে ক্রিকেট মহলের হৃদয় ভেঙে গিয়েছে। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

এখন ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে পছন্দের বোলার কে? বেছে নিলেন মহেন্দ্র সিং ধোনি

'আমিই একমাত্র কোচ যার ছাত্ররা ২ দেশের হয়ে বিশ্বকাপ খেলেছে,' একান্ত সাক্ষাৎকারে রোহিত শর্মা-হরমিত সিংয়ের কোচ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা | Suvendu Adhikari | Bangladesh News
'ভারতকে এতটাও Underestimate করা ঠিক না' বাংলাদেশকে চরম হুঁশিয়ারি Mithun Chakraborty-র
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
রাফাল যুদ্ধবিমান বনাম লুঙ্গি! হাস্যকর আস্ফালন বাংলাদেশের BNP নেতার | Bangladesh News | Rafale
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today