আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কবে, কোথায় হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ?

Published : Dec 20, 2024, 06:28 PM ISTUpdated : Dec 20, 2024, 06:59 PM IST
4 records can break in India vs Pakistan match

সংক্ষিপ্ত

দীর্ঘ টানাপোড়েন, জটিলতার পর শেষপর্যন্ত বিসিসিআই-এর দাবি মেনেই হাইব্রিড মডেলে হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। তবে এখনও এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়নি।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সূচি এখনও প্রকাশিত হয়নি। ফলে ভারতীয় দলের ম্যাচগুলি কোথায় হবে, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে আইসিসি সূত্রে খবর, ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে। সম্ভাব্য কেন্দ্র শ্রীলঙ্কার রাজধানী কলম্বো এবং সংযুক্ত আরব আমিরশাহির দুবাই। ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না। ফলে রোহিত শর্মা, বিরাট কোহলিদের ম্যাচগুলি নিরপেক্ষ কেন্দ্রে হবে। শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছে আইসিসি ও পিসিবি। ২০২৩ সালে এশিয়া কাপে ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কায় হয়েছিল। এবার ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করতে আগ্রহী সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ড। কয়েকদিনের মধ্যেই সূচি প্রকাশ করতে পারে আইসিসি। যাবতীয় ব্যবস্থাপনা নিয়ে এখন চূড়ান্ত আলোচনা চলছে।

বিসিসিআই-এর দাবিই মানতে হল

পাকিস্তানের শহরগুলির মধ্যে রাওয়ালপিন্ডি, করাচি ও লাহোরে হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। পিসিবি-র দাবি ছিল, ভারতীয় দলকে লাহোরে খেলতে হবে। ভারতীয় ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছিল পিসিবি। কিন্তু বিসিসিআই প্রথম থেকেই বলেছিল, পাকিস্তানে দল পাঠাবে না। এই মনোভাবেই অনড় থেকেছে বিসিসিআই। ফলে পাকিস্তান থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কিছু ম্যাচ সরে যাচ্ছে। পাল্টা পুরুষ ও মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না বলে জানিয়েছে পিসিবি। কিন্তু তাতে বিসিসিআই-এর যত না ক্ষতি, তার চেয়ে অনেক বেশি আর্থিক ক্ষতির মুখে পড়ছে পিসিবি।

কোন ফর্ম্যাটে হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫?

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা খেলবে। আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপের সেরা দুই দল সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

হাইব্রিড মডেলেই হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫, পাল্টা টি-২০ বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না পিসিবি

আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জয় শাহ, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটবে?

ফের মুখ পুড়ল পাকিস্তানের, ভারতের শর্তেই হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

PREV
click me!

Recommended Stories

IPL Brand Value: সানরাইজার্স এবং আরসিবির ব্র্যান্ড ভ্যালুর ক্ষেত্রে বড় পরিবর্তন, কোথায় দাঁড়িয়ে দুই দল?
টি-২০ বিশ্বকাপে খেলতে চান, ভবিষ্যতে ভারতের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখছেন যশস্বী