PBKS vs CSK: প্রিয়াংশ আর্যর দাপটে ঘুরে দাঁড়াল পাঞ্জাব, তলানিতেই চেন্নাই

Published : Apr 09, 2025, 12:01 AM ISTUpdated : Apr 09, 2025, 12:23 AM IST
Punjab defeats Chennai

সংক্ষিপ্ত

Priyansh Arya: মঙ্গলবার আইপিএল-এ (IPL 2025) জোড়া ম্যাচ ছিল। দুই ম্যাচেই বিশাল স্কোর দেখা গেল। দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ঝোড়ো শতরান করে নজর কেড়ে নিলেন পাঞ্জাব কিংসের (Punjab Kings) ওপেনার প্রিয়াংশ আর্য।

IPL 2025, Punjab Kings vs Chennai Super Kings: শনিবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) কাছে হেরে ধাক্কা খেয়েছিল পাঞ্জাব কিংস (Punjab Kings)। মঙ্গলবার সেই হারের ধাক্কা কাটিয়ে চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) হারিয়ে ঘুরে দাঁড়াল পাঞ্জাব। এদিন চণ্ডীগড়ের মুল্লানপুরে মহারাজা যাদবিন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Maharaja Yadavindra Singh International Cricket Stadium, Mullanpur, Chandigarh) ১৮ রানে জয় পেল শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) দল। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২১৯ রান করে পাঞ্জাব। জবাবে ৫ উইকেটে ২০১ রান করে সিএসকে। টানা চার ম্যাচে হেরে গেলেন মহেন্দ্র সিং ধোনিরা (MS Dhoni)। এই হারের ফলে পয়েন্ট তালিকায় ৯ নম্বরে থাকল সিএসকে।

পাঞ্জাবের জয়ের নায়ক প্রিয়াংশ আর্য

এদিন পাঞ্জাবের মাত্র তিনজন ব্যাটার উল্লেখযোগ্য রান করেন। তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। তিনি ৩৯ বলে শতরান করেন। শেষপর্যন্ত ৪২ বল খেলে ১০৩ রান করে আউট হন এই তরুণ। তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি এবং নয়টি ওভার-বাউন্ডারি। ৩৬ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং (Shashank Singh)। ১৯ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন মার্কো জ্যানসেন (Marco Jansen)। এই তিনজন ব্যাটারের জন্যই বড় স্কোর করতে সক্ষম হয় পাঞ্জাব।

ভালো ব্যাটিং করেও দলকে জেতাতে ব্যর্থ ধোনি

বিশাল টার্গেট তাড়া করতে নেমে সিএসকে-র ইনিংসের শুরুটা ভালোভাবে করেন রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) ও ডেভন কনওয়ে (Devon Conway)। ওপেনিং জুটিতে যোগ হয় ৬১ রান। রবীন্দ্র ২৩ বলে ৩৬ রান করেন। কনওয়ে ৪৯ বলে ৬৯ রান করেন। শিবম দুবে (Shivam Dube) ২৭ বলে ৪২ রান করেন। ধোনি ১২ বলে ২৭ রান করেন। তিনি এদিন ভালো ব্যাটিং করেন। কিন্তু দলকে জয় এনে দিতে ব্যর্থ হলেন। ফলে পয়েন্ট তালিকায় শেষের দিকেই থাকল সিএসকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম