জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছে নেই! আইপিএল দলের প্রস্তাব এলে ভেবে দেখবেন সেহওয়াগ, জানুন বিস্তারিত

জাতীয় দলের (Indian Cricket Team) কোচ হতে অনীহা। কিন্তু আইপিএলে (IPL) যেকোনও দলের কোচ হতে রাজি বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag)।

Subhankar Das | Published : Sep 7, 2024 9:42 AM IST / Updated: Sep 07 2024, 03:33 PM IST

জাতীয় দলের (Indian Cricket Team) কোচ হতে অনীহা। কিন্তু আইপিএলে (IPL) যেকোনও দলের কোচ হতে রাজি বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag)।

এমনকি, তাঁর প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীর আইপিএল থেকে জাতীয় দলের কোচ হলেও তাতে একদমই সায় নেই সেহওয়াগের। একটি সাক্ষাৎকারে সেহওয়াগ জানিয়েছেন, “ভারতীয় দলের হয়ে আমি কোচ হতে রাজি নই। কিন্তু আইপিএল-এর কোনও দল যদি কোচিংয়ের প্রস্তাব দেয়, তাহলে আমি সেই বিষয়ে ভাবনাচিন্তা করতে রাজি আছি। শুধু তাই নয়, ভারতের কোচ হলে আগে ১৫ বছর ধরে যে রুটিন মেনে চলেছি, সেখানেই চলে যেতে হবে।”

Latest Videos

তাঁর কথায়, “ভারতীয় দলে খেলার সময় বছরে অন্তত ৮ থেকে ৯ মাস বাইরেই থাকতে হত। এখন আমার সন্তানদের বয়স ১৪ এবং ১৬ বছর। তাই ওদের আমাকে ভীষণ দরকার। তাছাড়া দুজনই দিল্লীতে ক্রিকেট খেলে। একজন ওপেনার এবং অপরজন অফ-স্পিনার। তাই ক্রিকেট নিয়ে ওদের জন্য সময় দিতে হবে আমাকে।”

সেহওয়াগের কথায়, “আমি ভারতের কোচ হলে ওদের ছেড়ে থাকা খুবই কষ্টকর হবে। স্বাভাবিকভাবেই সন্তানদের জন্য একটুও সময় দিতে পারব না। তবে হ্যাঁ, আইপিএলে কোনও দলের কোচ বা মেন্টর হওয়ার প্রস্তাব এলে আমি ভেবে দেখতে রাজি আছি। হয়েও যেতেও পারি।”

প্রসঙ্গত, গম্ভীরের কোচ হওয়ার আগে সেহওয়াগের নাম নিয়ে বেশ চর্চা হয়েছিল সংবাদমাধ্যমে। তবে তখনও কিন্তু জাতীয় দলের কোচ হতে রাজি হননি তিনি। এবার আবারও সেই একই সুরে কথা বললেন জাতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন ওপেনার।

কিন্তু এবার একটি নতুন সংযোজন রয়েছে। আইপিএল-এর কোনও দল যদি কোচিংয়ের প্রস্তাব দেয়, তাহলে তিনি সেই বিষয়ে ভাবনাচিন্তা করতে রাজি আছেন বলে জানালেন সেহওয়াগ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

১৩ সেপ্টেম্বর শুক্রবার এই ব্যক্তিদের ব্যবসায় ভালো আয় হতে পারে, দেখুন জ্যোতিষ কথা | ajker rashifal
নিরাপত্তা জোরদার বারুইপুর মহকুমা হাসপাতালে, বসবে পুলিশ কিঅস্ক বাড়বে সিসিটিভি | Baruipur News Today |
'লাইভ স্ট্রিমিং-য়ে আপত্তি কোথায়? মুখোশ খুলে যাবে?' মমতাকে প্রশ্ন শুভেন্দুর | Suvendu Adhikari
RG Kar News | 'সন্দীপ ঘোষ আমায় ফোন করেছিল' CBI চলে যেতেই সব বলে দিলেন TMC MLA সুদীপ্ত রায়
অবশেষে ৩০ জনকে নিয়েই নবান্নে বৈঠকে এল ডাক্তাররা, এবার কী স্বাভাবিক হবে পরিস্থিতি? R G Kar Protest