KL Rahul: ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স কেএল রাহুলের, তাঁকে কী বলছেন প্রাক্তন এই তারকা?

Published : Aug 06, 2025, 01:46 AM IST
KL Rahul: ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স কেএল রাহুলের, তাঁকে কী বলছেন প্রাক্তন এই তারকা?

সংক্ষিপ্ত

KL Rahul: রাহুল পাঁচ ম্যাচে ৫৩২ রান করেছেন। রান সংগ্রহের দিক দিয়ে তিনি তৃতীয় স্থানে রয়েছেন।

KL Rahul: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় ওপেনার কেএল রাহুলের পারফরম্যান্স ছিল রীতিমতো চমকপ্রদ। ওপেনার হিসেবে ক্রিজে নেমে রাহুল পাঁচ ম্যাচে ৫৩২ রান করেছেন। রান সংগ্রহের নিরিখে তিনি তৃতীয় স্থানে রয়েছেন। দুটি করে সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি রয়েছে রাহুলের ঝুলিতে। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া বিরাট কোহলি এবং রোহিত শর্মার অভাব যেন টেরই পেতে দেননি রাহুল। তাঁর এই পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ অনেকেই।

এবার রাহুল সম্পর্কে মন্তব্য করেছেন প্রাক্তন ভারতীয় তারকা আর পি সিং। রাহুলের প্রস্তুতি নিয়েও তিনি কথা বলেছেন। প্রাক্তন ভারতীয় পেসারের কথায়, ''কোন কোন শট এড়িয়ে চলতে হবে, তা রাহুল সিরিজের আগে থেকেই ঠিক করে রেখেছিলেন বলে আমার মনে হয়। ব্যাট সবসময় শরীরের কাছেই রাখতেন। শুধুমাত্র ফুল লেন্থ বলগুলিতেই তিনি খেলতেন। লেন্থ বল থেকে সিঙ্গেলস নেওয়ার চেষ্টা করতেন।''

রাহুল শুধু ভালোই খেলেননি, বরং সতীর্থদের মূল্যবান পরামর্শও দিয়েছেন বলে জানিয়েছেন আর পি সিং। তাঁর মতে, ''ক্রিজে ব্যাট করার সময়, মাঝে মাঝে একজন খেলোয়াড়কে তাঁর সঙ্গীকে বলতে হয় যে, বল কতটা সুইং করছে। এই ধরনের পরামর্শ দেওয়ার ক্ষেত্রে রাহুল দুর্দান্ত ছিলেন।" 

এর আগে, প্রাক্তন ভারতীয় তারকা আশীষ নেহেরাও রাহুল সম্পর্কে কিছু কথা বলেন। বিরাট কোহলি এবং রোহিত শর্মার অনুপস্থিতিতে রাহুল ভারতীয় টেস্ট দলের অভিজ্ঞ ব্যাটসম্যান হয়ে উঠেছেন বলে নেহেরা জানান।

প্রাক্তন এই তারকার কথায়, ''কোহলি এবং রোহিত দলে নেই। দলে রয়েছেন কয়েকজন তরুণ খেলোয়াড়। তাদের জন্য ইংল্যান্ড সফর একেবারেই সহজ ছিল না। সেখানেই রাহুল একজন অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে আবির্ভূত হয়েছেন। প্রথম দুটি টেস্টে ব্যবহৃত পিচ ছিল সমতল। রাহুল সেখানে ভালো খেলতে পেরেছেন। দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়, এই চিন্তাভাবনা রাহুলের ছিল। তাঁর ইচ্ছা ছিল, ওপেনিংয়ে খেলার। সেই একই জায়গায় খেলার সুযোগ পাওয়াতে ভালো লাগল। পছন্দের জায়গায় সুযোগ পেয়ে তিনি তাঁর সর্বোচ্চটা দিয়েছেন।'' 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম