প্রথমবার জো রুটের খেলা দেখে কী মনে হয়েছিল? ইংরেজ ব্যাটারকে নিয়ে মুখ খুললেন সচিন

Published : Aug 26, 2025, 03:23 PM IST

Sachin Tendulkar-Joe Root: টেস্ট ক্রিকেটে সচিন তেন্ডুলকরের সবচেয়ে বেশি রানের রেকর্ড ভেঙে দেবেন জো রুট? ক্রিকেট দুনিয়ায় এখন এই আলোচনা চলছে। এবার এ বিষয়ে মুখ খুললেন মাস্টার ব্লাস্টার।

PREV
16
জো রুটকে প্রথমবার টেস্ট ক্রিকেটে ব্যাটিং করতে দেখে কী মনে হয়েছিল? মুখ খুললেন সচিন

জো রুটের প্রশংসায় সচিন

টেস্ট ক্রিকেটে তাঁর সর্বাধিক রানের রেকর্ড ভেঙে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট। এই ব্যাটারের প্রশংসা করলেন সচিন তেন্ডুলকর। তিনি এক অনুষ্ঠানে রুটকে নিয়ে প্রশ্নের জবাবে বলেছেন, ‘১৩,০০০ রান করা চমকপ্রদ কৃতিত্ব। ও এখনও ভালো খেলে চলেছে। আমি ২০১২ সালে নাগপুরে ওকে প্রথমবার দেখি। সেটা ওর অভিষেক টেস্ট ছিল। আমি সতীর্থদের বলেছিলাম, ওরা ইংল্যান্ডের ভবিষ্যতের অধিনায়ককে দেখছে।’

DID YOU KNOW ?
সচিনের রেকর্ড ভাঙতে পারবেন রুট?
টেস্ট ক্রিকেটে আর ২,৫০০ রান করতে পারলেই সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দেবেন জো রুট।
26
জো রুটের ব্যাটিংয়ের কোন দিকটা সবচেয়ে বেশি আকর্ষণ করে? মুখ খুললেন সচিন

জো রুটের ব্যাটিংয়ে মুগ্ধ সচিন

জো রুটের প্রশংসা করে সচিন তেন্ডুলকর আরও বলেছেন, ‘ওর ব্যাটিংয়ের যে দিকটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হল, ও উইকেটের সব জায়গায় পৌঁছে যেতে পারে। ও যেভাবে স্ট্রাইক রোটেট করে, সেটা দেখেও আমি মুগ্ধ। ওকে যখেন আমি প্রথমবার দেখি, তখনই জানতাম ও বড় খেলোয়াড় হবে।’ রুট সম্পর্কে নিজের ভাবনা মিলে যাওয়ায় খুশি সচিন। তাঁর আশা, ভবিষ্যতে টেস্ট ক্রিকেটে আরও রান করবেন রুট।

টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক রান জো রুটের
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় স্থানে জো রুট।
36
টেস্ট ক্রিকেটে সচিন তেন্ডুলকরের রেকর্ডের চেয়ে ২,৫০০ রান পিছনে জো রুট

সচিনের রেকর্ড ভাঙতে পারবেন রুট?

ভারতীয় দলের হয়ে ২০০ টেস্ট ম্যাচ খেলে ১৫,৯২১ রান করেছেন সচিন তেন্ডুলকর। তাঁর এই রেকর্ড ভাঙতে হলে জো রুটকে আরও ২,৫০০ রান করতে হবে। একসময় ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা চলত, টেস্ট ক্রিকেটে সচিনের সবচেয়ে বেশি শতরান ও রানের রেকর্ড ভেঙে দেবেন বিরাট কোহলি। কিন্তু টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট। ফলে এখন সচিনের রেকর্ড ভাঙার একমাত্র দাবিদার রুট।

46
গত ৫ বছরে টেস্ট ক্রিকেটে যে কোনও দেশের ব্যাটারের চেয়ে এগিয়ে জো রুট

অসামান্য ফর্মে জো রুট

করোনাভাইরাস অতিমারীর পর থেকেই টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে চলেছেন জো রুট। এই সময়ের মধ্যে ৬১ ম্যাচে ১১১ ইনিংসে ৫,৭২০ রান করেছেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার। তাঁর ব্যাটিংয়ের গড় ৫৬.৬৩। এই সময়ের মধ্যে ২২ শতরানের পাশাপাশি ১৭ অর্ধশতরান করেছেন রুট। টেস্টে আরও কয়েক বছর খেললে এবং ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিতে পারেন রুট।

56
সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙার লক্ষ্যে জো রুটের পরবর্তী চ্যালেঞ্জ অ্যাশেজ

অ্যাশেজে শতরানের লক্ষ্যে জো রুট

ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে সব বিদেশ সফরেই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন জো রুট। শতরান-সহ বড় রান করেছেন এই ব্যাটার। কিন্তু এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে অ্যাশেজে শতরান করতে পারেননি রুট। ফলে এবারের অ্যাশেজ তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন রুটের বয়স ৩৪ বছর। ফলে এটাই হয়তো তাঁর শেষ অস্ট্রেলিয়া সফর। ফলে এটাই অধরা শতরান করার শেষ সুযোগ হতে পারে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া রুট।

66
অভিষেক টেস্ট থেকেই ভারতের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করে চলেছেন জো রুট

টেস্টে দ্বিতীয় সর্বাধিক রান জো রুটের

টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ৩৯ শতরান ও ৬৬ অর্ধশতরান-সহ ৫১.২৯ গড়ে ১৩,৫৪৩ রান করেছেন জো রুট। সম্প্রতি ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ চলাকালীন টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক রান করার নজির গড়েন রুট। আরও কয়েক বছর এই ধারাবাহিকতা বজায় রেখে খেলে যাওয়াই তাঁর লক্ষ্য।

Read more Photos on
click me!

Recommended Stories