সচিনকে স্লেজিং করতে গিয়ে মনে হয়েছিল চড় খেয়েছেন, স্মৃতিচারণায় প্রাক্তন পাক তারকা

১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সচিন তেন্ডুলকরের। তারপর থেকে পাকিস্তানের বিরুদ্ধে বহু ম্যাচ খেলেছেন মাস্টার ব্লাস্টার। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর অনেক স্মরণীয় ইনিংস আছে।

এক দশকেরও বেশি সময় ধরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয় না। কিন্তু একসময় কানাডায় প্রতি বছর ভারত-পাকিস্তানের ওডিআই সিরিজ হত। ১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত টরন্টোয় ভারত-পাকিস্তানের ১৬টি ওডিআই ম্যাচ হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় টরন্টোর এই সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখান। তিনি একবার সিরিজের সেরা হন। সচিন তেন্ডুলকরও টরন্টোর এই সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখান। টরন্টোর এই সিরিজের একটি ম্যাচের কথা স্মরণ করে সচিনের বুদ্ধিমত্তার কথা উল্লেখ করেছেন পাকিস্তানের প্রাক্তন অফস্পিনার সাকলিন মুস্তাক। তিনি জানিয়েছেন, 'আমার একবার সচিনের সঙ্গে একটি ঘটনা ঘটেছিল। আমরা কানাডায় খেলতে গিয়েছিলাম। আমি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার পর কানাডায় যাই। আমার তখন অল্পবয়স ছিল। আমি নিজের বোলিংয়ের জগতে ছিলাম। কাউন্টি ক্রিকেটে খেলার পর আমি একটু উদ্ধত হয়ে পড়েছিলাম। সচিন অত্যন্ত বুদ্ধিমান ক্রিকেটার ছিল। আমি ওকে প্রথম যে ওভারে বোলিং করি, সেই ওভারে বেশি রান দিইনি। সচিনকে স্লেজিংও করি। আমি কিছু কর্কশ শব্দ ব্যবহার করি। সচিন আমার দিকে এগিয়ে এসে বলে, সাকি, আমি কোনওদিন ভাবতে পারিনি তুমি এরকম করবে। তোমাকে দেখে মনে হয় না এরকম কথা বলতে পারো। আমার মনে হয়েছিল তুমি খুব ভদ্র মানুষ। পরের ৪ ওভারে আমি সচিনের এই কথাই ভাবতে থাকি। আমি কিছু বুঝে ওটার আগেই সচিন নিজের কাজ সেরে ফেলে। ও সেট হয়ে যায়।'

সাকলিন আরও জানিয়েছেন, ‘সচিন কৌশল করেই আমার সঙ্গে ভালো ব্যবহার করেছিল। কেউ ভালো ব্যবহার করলে মনে তার প্রভাব পড়ে। আমি যখন সচিনের কথা ভাবছিলাম, তার মধ্যে পরের ৪-৫ ওভারে একের পর এক বাউন্ডারি মারতে থাকে। আমি ওকে শ্রদ্ধা করতে শুরু করি। ও যখন স্টেপআউট করে আরও একটি বাউন্ডারি মারে, তখন আমার মনে হয় গালে চড় খেলাম। আমি তখন বুঝতে পারি, সচিন আমার সঙ্গে কৌশল করেছে। ততক্ষণে পরিস্থিতি আমার হাতের বাইরে চলে গিয়েছে। পরে হোটেলে আমাদের দেখা হয়। তখন আমি সচিনকে বলি, তুমি খুব চালাক। ও হাসতে থাকে। ও শুধু ব্যাট হাতেই নয়, কথার মাধ্যমেও আমাকে ফাঁদে ফেলে।’

Latest Videos

১৯৯৯ সালে চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩৬, ২০০৩ বিশ্বকাপের ম্যাচে ৯৮-সহ পাকিস্তানের বিরুদ্ধে বহু স্মরণীয় ইনিংস খেলেন সচিন। এখনও তাঁর সেই পারফরম্যান্সের কথা ক্রিকেটপ্রেমীদের স্মরণে আছে।

আরও পড়ুন-

বড় রান না পাওয়ার আক্ষেপ কুরে কুরে খাচ্ছিল, দ্রাবিড়কে বললেন বিরাট

নরওয়ের ডান্স গ্রুপ ক্যুইক স্টাইলের সঙ্গে পা মেলালেন বিরাট কোহলি, উচ্ছ্বসিত অনুরাগীরা

কয়েকদিন পরেই শুরু হচ্ছে আইপিএল, বাড়িতেই প্রস্তুতিতে ব্যস্ত হার্দিক-ক্রুণাল

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury