Pakistan Cricket: 'অনেককিছুই বলতে পারি,' পাকিস্তান ক্রিকেটে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত ওয়াহাব রিয়াজের

পাকিস্তান ক্রিকেট দলের সমস্যা নতুন কিছু নয়। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, বাবর আজমকে নিয়ে সমস্যা, প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে পিসিবি-র সমস্যা, অনেককিছুই আছে। টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর প্রকাশ্যে আসছে অনেককিছু।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক পদ থেকে বরখাস্ত হওয়ার পরেই সরব হলেন প্রাক্তন পেসার ওয়াহাব রিয়াজ। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘আমার অনেক কথাই বলার আছে। অনেককিছু বলতে পারি। কিন্তু আমি দোষারোপ-পাল্টা দোষারোপের মধ্যে থাকতে চাই না। পিসিবি-র নির্বাচন কমিটির সদস্য হিসেবে আমার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আমি শুধু সবাইকে জানিয়ে দিতে চাই, আমি বিশ্বাস ও আন্তরিকতার সঙ্গে প্রিয় খেলার জন্য কাজ করেছি। পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য ১০০ শতাংশ দিয়েছি। নির্বাচন কমিটিতে থাকা আমার কাছে সম্মানের। ৭ জনের যে কমিটি জাতীয় দলের ক্ষেত্রে যৌথভাবে সিদ্ধান্ত নিত, সেই কমিটির সদস্য হিসেবে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সবার ভোটেরই সমান গুরুত্ব ছিল। আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। সবাই দল গঠনের বিষয়ে দায়িত্ব ভাগ করে নিয়েছি। আমার দায়িত্ব পালন করা সম্মানের ব্যাপার ছিল।’

পাকিস্তান ক্রিকেটে বদল আসছে?

Latest Videos

এবারের টি-২০ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হারের পর গ্রুপ থেকেই বিদায় নেয় পাকিস্তান। এই ব্যর্থতার পর পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বলেন, পাকিস্তানের ক্রিকেট-কাঠামোর অস্ত্রোপচার দরকার। তাঁর এই বক্তব্যের পরেই রিয়াজ ও আবদুল রজ্জাককে ছাঁটাই করা হল। ভবিষ্যতে হয়তো পাকিস্তান ক্রিকেট বোর্ডে আরও বদল আসতে চলেছে। বাকি পাঁচজন নির্বাচককেও বরখাস্ত করা হতে পারে।

 

 

পাকিস্তান ক্রিকেটের সমস্যা মিটবে?

পিসিবি-র অভ্যন্তরীণ তদন্ত রিপোর্টে বলা হয়েছে, নির্বাচকদের সিদ্ধান্তে তারতম্য ছিল। জাতীয় দলের ম্যানেজার, কোচ, অধিনায়কের কথা শুনেও অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ঠগ বাছতে গাঁ উজাড় হওয়ার মতো অবস্থা। কড়া ব্যবস্থা নেওয়ার কথা বললেও, পিসিবি চেয়ারম্যানের পক্ষে সমস্যা মেটানো সহজ হবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ICC Champions Trophy: চ্যাম্পিয়নস ট্রফির জন্য বরাদ্দ ১,৭০০ কোটি টাকা! কোথা থেকে অর্থ জোগাড় করছে পিসিবি?

Pakistan Cricket Team: টি-২০ বিশ্বকাপে ব্যর্থতা, বাবর আজমের ডানা ছাঁটছে পিসিবি

India Vs Pakistan: ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে তৈরি, দাবি পিসিবি-র

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের